Jasprit Bumrah | IND vs SL | BIG BREAKING: ভারতীয় দলে বুমরার প্রত্যাবর্তন! জানিয়ে দিল বিসিসিআই

Jasprit Bumrah back in the Indian team: বিরাট সুখবর ভারতীয় দলে। চোট সারিয়ে ফের দলে ফিরলেন জসপ্রীত বুমরা। গতবছর সেপ্টেম্বর থেকেই চোটের জন্য মাঠের বাইরে বুমরা। ফের একবার তাঁকে দেখা যাবে জাতীয় দলে।

Updated By: Jan 3, 2023, 03:51 PM IST
Jasprit Bumrah | IND vs SL | BIG BREAKING: ভারতীয় দলে বুমরার প্রত্যাবর্তন! জানিয়ে দিল বিসিসিআই
বুমরা ফিরলেন ভারতীয় দলে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নতুন বছরের তৃতীয় দিনেই দারুণ সুখবর শুনিয়ে দিল ভারতীয় দল (Team India)। নীল জার্সিতে প্রত্যাবর্তন করলেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। মঙ্গলবার অর্থাৎ আজ থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-২০ সিরিজ ( IND vs SL)। কুড়ি ওভারের লড়াই শেষ হলেই সমসংখ্যক ম্যাচের ওয়ানডে খেলবে দুই দল। ওয়ানডে সিরিজে ফের নীল জার্সিতে দেখা যাবে বুম...বুম...বুমরাকে। গত সেপ্টেম্বর থেকে বুমরা ক্রিকেটের বাইরে। চোটের জন্য খেলতে পারেননি টি-২০ বিশ্বকাপ। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (The National Cricket Academy) এতদিনে বুমরা রিহ্যাব করেছেন। এখন তিনি ফের আগুন ঝলসানোর জন্য ফিট।

গত জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে একদিনের ম্যাচ খেলার সময় পিঠে চোট পান বুমরা। এরপর তাঁর অস্ত্রোপচার হয়েছিল। ফিট না হওয়ার জন্য এশিয়া কাপেও খেলতে পারেননি তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে কামব্যাক করেছিলেন বুমরা। তবে প্রথম ম্যাচে তিনি খেলেননি। তখন থেকেই তাঁর চোট নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। বাকি দুটি ম্যাচে খেললেও, তাঁর পারফরম্যান্স মোটেও ভালো ছিল না। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ শুরুর আগেই বুমরা সোজা বেঙ্গালুরুতে চলে এসেছিলেন রিহ্যাব করাতে। স্ট্রেস ইঞ্জুরিই ভুগিয়েছে বুমরাকে। ভারত চলতি বছর দেশ-বিদেশ মিলিয়ে লাগাতার ক্রিকেট খেলবে। তার মধ্যেই রয়েছে আইপিএলও। ভারতের বড় ইভেন্ট বলতে রয়েছে এশিয়া কাপ ও ঘরের মাঠে বিশ্বকাপ। বুমরার ফেরা ভারতের কাছে বিরাট প্রাপ্তি। বুমরা এই মুহূর্তে রয়েছেন প্যারিসে। স্ত্রী সঞ্জনা গণেশনের সঙ্গে তিনি নতুন বছরের আনন্দ ভাগ করে নিচ্ছেন ফ্রান্সের রাজধানীতে। ইনস্টগ্রামে পোস্ট করেছেন রিলসও। 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

ভারত-শ্রীলঙ্কা ওয়ানডে সূচি: 
১০ জানুয়ারি, প্রথম ওয়ানডে, গুয়াহাটি, বারসাপার ক্রিকেট ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম
১২ জানুয়ারি, দ্বিতীয় ওয়ানডে, কলকাতা, ইডেন গার্ডেন্স
১৫ জানুয়ারি, তৃতীয় ওয়ানডে, তিরুবনন্তপুরম, গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়াম

ভারতের ওয়ানডে দল: রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমান গিল,  বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটককিপার), ঈশান কিশান (উইকেটককিপার), হার্দিক পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরা। মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক ও অর্শদীপ সিং।

 

.