India vs Zimbabwe: শুভমনের দাপটে জিম্বাবোয়ের মাটিতে `চক দে ইন্ডিয়া`
T20 World Cup: বিশ্বকাপের পর শুরু হয়ে গিয়েছে টি-টোয়েন্টি ম্যাচ। এদিন জিম্বাবোয়ের সঙ্গে মুখোমুখি হয় ভারত। ম্যাচে ২৩ রানে জিতে সিরিজে এগিয়ে গেলেন শুভমন গিলেরা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বকাপের পর শুরু হয়ে গিয়েছে টি-টোয়েন্টি ম্যাচ। তৃতীয় ম্যাচেই ভারত বুঝিয়ে দিল তারাই সেরা। এদিন জিম্বাবোয়ের সঙ্গে মুখোমুখি হয় ভারত। ম্যাচে ২৩ রানে জিতে সিরিজে এগিয়ে গেলেন শুভমন গিলেরা। ৫ ম্যাচের সিরিজে টি–টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নরা এগিয়ে গেল ২-১ ব্যবধানে।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে ভারত। ৪ ওভারের মধ্যেই ৫০ রান করে নেয়। এরপর ৪ উইকেটে ১৮২ রান তুলেছিল ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রানের বেশি করতে পারেননি। অফ স্পিনার সুন্দর ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই সুন্দরের ক্যারিয়ারে সেরা বোলিং। ম্যাচসেরার পুরস্কারটাও তাঁর হাতে উঠেছে।
আরও পড়ুন:Gautam Gambhir Salary: বিরাটদের নতুন গুরু জিজি, টিম ইন্ডিয়ার কোচ হিসাবে কত টাকা পাবেন, জানেন!
শেষ ওভারে আবেশ খানের দ্বিতীয় বলে ছক্কা মারেন মাসাকাদজা। চতুর্থ ও পঞ্চম বলে পরপর ২টি চার মারেন মায়ের্স। ওভারে ১৮ রান ওঠে। ভারতের ৪ উইকেটে ১৮২ রানের জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবোয়ে ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫৯ রানে আটকে যায়। ভারত ২৩ রানের ব্যবধানে তৃতীয় টি-২০ ম্যাচ জিতে নেয়। সেই সুবাদে ৫ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায় টিম ইন্ডিয়া।
হারারেতে গত শনিবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে ১৩ রানে হারিয়ে চমকে দিয়েছিল সিকান্দার রাজার দল। পরদিন দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ১০০ রানে হারিয়ে সিরিজে সমতা আনে সফরকারীরা।
অন্যদিকে, তৃতীয় ম্যাচের একাদশে ঢুকেছেন বিশ্বকাপের মূল দলে থাকা ওপেনার যশস্বী জয়সোয়াল, উইকেটকিপার–ব্যাটসম্যান সঞ্জু স্যামসন ও মিডল অর্ডার ব্যাটসম্যান শিবম দুবে। তাঁদের জায়গা দিতে সরে যেতে হয়েছে সাই সুদর্শন, রিয়াগ পরাগ ও ধ্রুব জুরেলকে। এ ম্যাচের একাদশে ভারত আরেকটি পরিবর্তন এনেছে। ডানহাতি পেসার মুকেশ কুমারের জায়গায় খেলেছেন বাঁহাতি পেসার খলিল আহমেদ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)