লকডাউনে গৃহবন্দি গোটা বিশ্ব! পৃথিবীর জন্য মঙ্গল বলছেন হিটম্যান
লকডাউনের ফলে দেখা গিয়েছে দেশের বিভিন্ন শহরে দূষণের মাত্রা কমেছে বিপুল হারে। নদীর জলেও দূষণের পরিমান কমেছে উল্লেখযোগ্যভাবে।
নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাসের কারণে গোটা বিশ্বজুড়ে লকডাউন চলছে। থমকে গিয়েছে পৃথিবীর জীবনযাত্রা। কিন্তু থমকে নেই জীবন। একঘেঁয়ে ঘরবন্দি জীবনে হাঁসফাঁস করছেন অনেকেই। এই লকডাউনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছেন অনেকেই। টিম ইন্ডিয়ার তারকা ওপেনার রোহিত শর্মার মতে, লকডাউন পৃথিবীর ক্ষত সারিয়ে নেওয়ার সুযোগ দিয়েছে।
লকডাউনের ফলে দেখা গিয়েছে দেশের বিভিন্ন শহরে দূষণের মাত্রা কমেছে বিপুল হারে। নদীর জলেও দূষণের পরিমান কমেছে উল্লেখযোগ্যভাবে। পৃথিবীর গভীর থেকে গভীরতর অসুখ এমনকি ক্ষতগুলোও যেন লকডাউনে নিরাময় হওয়ার সুযোগ পেয়ে গিয়েছে।
টুইট করে হিটম্যান লিখেছেন, "ঝড়ের বেগে আমাদের জীবনে প্রবেশ করে আমাদের স্বাভাবিক জীবনকে তছনছ করে দিয়েছে ভাইরাস। কিন্তু আমরা যদি এর ইতিবাচক দিক খোঁজার চেষ্টা করি তাহলে দেখতে পাব, মাতৃস্বরূপা পৃথিবী তার ক্ষত সারিয়ে নেওয়ার পথ খুঁজে পেয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এই আশার আলো মেনর কোনে উঁকি দেয়... "
আরও পড়ুন - যুবরাজের সেই বিশ্বরেকর্ড ভাঙতে পারেন কারা, বললেন যুবি নিজেই