মস্তিষ্কে রক্তক্ষরণ, জরুরি অস্ত্রোপচার স্যার ফার্গুসনের, টুইটে আরোগ্য কামনা
১৯৮৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত ম্যান ইউর কোচ ছিলেন অ্যালেক্স ফার্গুসন। ইতিমধ্যেই স্যার ফার্গি-র আরোগ্য কামনা করে টুইট করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে ওয়েন রুনি
নিজস্ব প্রতিবেদন : ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসনের জরুরি অস্ত্রোপচার করা হয়েছে। আপাতত তিনি আইসিইউ-তে রয়েছেন। মস্তিষ্কে রক্তক্ষণের কারণে এই অস্ত্রোপচার করা হয়েছে বলে জানা গেছে।
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে টুইট করে লেখা হয়েছে, শনিবার স্যার অ্যালেক্স ফার্গুসনের মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে জরুরি অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচার সফল হয়েছে। কিন্তু সুস্থতার জন্য তাঁকে বেশ কিছু দিন পরিচর্যায় থাকতে হবে। তাঁর পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে যথাসম্ভব গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন- রবিবার রাতে বড় ম্যাচ, কোথায় কখন দেখবেন এল ক্লাসিকো
১৯৮৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত ম্যান ইউর কোচ ছিলেন অ্যালেক্স ফার্গুসন। ইতিমধ্যেই স্যার ফার্গি-র আরোগ্য কামনা করে টুইট করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে ওয়েন রুনি এমনকী ভারতের জাতীয় ফুটবল দলের কোচ স্টিফেন কনস্টানস্টাইনও।