রবিবার রাতে বড় ম্যাচ, কোথায় কখন দেখবেন এল ক্লাসিকো

 ক্লাসিকো জিতে এই রেকর্ড অক্ষুণ্ণ রাখাও নিশ্চয়ই উদ্দেশ্য হবে বার্সেলোনার

Updated By: May 6, 2018, 04:25 PM IST
রবিবার রাতে বড় ম্যাচ, কোথায় কখন দেখবেন এল ক্লাসিকো

নিজস্ব প্রতিনিধি : এখনও চার ম্যাচ বাকি। কিন্তু ইতিমধ্যে লা লিগার  খেতাব বার্সেলোনার ঘরে এসেছে। এর পর কী আর আজ রাতের এল ক্লাসিকো নিয়ে মাথা ঘামাবে বারসা? আলবাত্ ঘামাবে। কারণ, এখনও পর্যন্ত ৪১ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড রয়েছে মেসি, সুয়ারেজদের। তাই ক্লাসিকো জিতে এই রেকর্ড অক্ষুণ্ণ রাখাও নিশ্চয়ই উদ্দেশ্য হবে বার্সেলোনার। তা ছাড়া ২৭ মে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে নামার আগে বড় ম্যাচ জিতে নিজেদের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে রাখতে চাইবে রোনাল্ডোর রিয়াল। 

আরও পড়ুন - বিরাটকে টপকে চড়চড় করে উপরে উঠছেন ধোনি

ক্লাসিকোর টুকিটাকি-
১৯৩০ এর পর আর কোনও দল স্প্যানিশ লিগে অপরাজিত থেকে খেতাব জিততে পারেনি। বারসা শেষ পর্যন্ত রেকর্ড টিকিয়ে রাখতে পারে কি না সেটাই দেখার।

২৩৮টা ক্লাসিকোর লড়াইয়ে বারসা এখনও পর্যন্ত জিতেছে ৯৩টা ম্যাচ। রিয়ালের জয় ৯৫টাতে। ৪৯টা ম্যাচ ড্র।

লা লিগার ক্লাসিকো লড়াইয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি (১৭)। এমনকী, সব প্রতিযোগিতার এল ক্লাসিকোতে  সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও মেসি (২৫)।

লা লিগায় রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ গোলদাতা অ্যালফ্রেড দি স্তেফানো (১৮)। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আজকের বড় ম্যাচে গোল করলেই তাঁকে ছুঁয়ে ফেলবেন।

বারসার জার্সিতে এটাই শেষ ক্লাসিকো আন্দ্রে ইনিয়েস্তার।

আরও পড়ুন - ভার্চুয়ালের 'নেশা' ছাড়াতে নয়া প্রজন্মকে টিপস বিরাটের

দুই দলের সম্ভাব্য একাদশ-
বার্সেলোনা- তের স্তেগেন, উমতিতি, পিকে, আলবা, রবার্তো, ইনিয়েস্তা, বুসকেটস, রাকিতিচ, কুটিনহো, সুয়ারেজ, মেসি।

রিয়াল- নাভাস, রামোস, মার্সেলো, নাচো, আকরাফ, ক্রুস, কাসিমেরো, মদ্রিচ, ইসকো, রোনাল্ডো, বেনজেমা।

কোথায় দেখবেন-
রাত ১২.১৫ থেকে সোনি টেন ওয়ানে। অথবা দেখুন সোনি লিভ-এ

 

.