নিজস্ব প্রতিবেদন:  প্রত্যাশিতভাবেই নিলামে সাড়া ফেলে দিল অজি কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন ক্যাপ (Don Bradman's 'baggy green')। ব্রাডম্যানের অভিষেক টেস্টের সেই ব্যাগি গ্রিন (Don Bradman's 'baggy green') সাড়ে চার লক্ষ অস্ট্রেলিয়ান ডলারে কিনে নিয়েছেন ব্যবসায়ী পিটার ফ্রিডম্যান (Peter Freedman)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন ক্যাপ (Don Bradman's 'baggy green') নিলামে কেনার পর ফ্রিডম্যান (Peter Freedman) এটি অস্ট্রেলিয়া জুড়ে প্রদর্শন করবেন বলে জানিয়েছেন। সাড়ে চার লক্ষ অস্ট্রেলিয়ান ডলারের বিক্রি হওয়া ব্র্যাডম্যানের এই ব্যাগি গ্রিন (Don Bradman's 'baggy green') এখন অস্ট্রেলিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ দামী ক্রিকেট স্মারক।


আরও পড়ুন- ব্যাটে রান নেই, সমালোচনার জবাব দিতে ছাড়লেন না  Prithvi Shaw


চলতি বছরেই অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্নের (Shane Warne) ব্যাগি গ্রিন ক্যাপের নিলামে দর উঠেছিল দশ লক্ষ সাত হাজার পাঁচশো অস্ট্রেলিয়ান ডলার। দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যে সেই অর্থ দান করেছিলেন কিংবদন্তি লেগ স্পিনার।


১৯২৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল স্যার ডন ব্র্যাডম্যানের (Donald Bradman)। টেস্ট ক্রিকেটে ব্র্যাডম্যানের ব্যাটিং গড় ৯৯.০৪। যে রেকর্ড এখনও অক্ষত রয়েছে। ব্র্যাডম্যানের (Donald Bradman) অভিষেক টেস্টের ব্যাগি গ্রিন টুপি নিলামে তোলা হচ্ছে বলে আগেই জানিয়েছিল পিকলস অকশন।


১৯৫৯ সালে স্যার ডোনাল্ড (Donald Bradman) তাঁর প্রতিবেশী পিটার ডানহামকে উপহার দিয়েছিলেন। কেনসিংটন গার্ডেন্সে ব্র্যাডম্যানের বাড়ির পিছনেই ডানহামের বাড়ি ছিল।


আরও পড়ুন- অ্যাডিলেডে ব্যাটিং বিপর্যয়! Dravid কে অস্ট্রেলিয়ায় পাঠানো দরকার, বললেন Vengsarkar