নিজস্ব প্রতিনিধি : আমেরিকার জনপ্রিয় টিভি শো- ব্যাটল অফ এজেস। সেখানে বুড়োদের সঙ্গে বাচ্চারা। সে লড়াই বেশ লাগবে দেখতে। কখনও কখনও খুদেরা টেক্কা দিয়ে যায় অভিজ্ঞদের। সেই আমেরিকার টিভি শো ব্যাটল অফ এজেস-এর কোনও ভারতীয় সংস্করণ হলে হয়তো কলকাতার নির্মল বোস ও পুণের নিভান খানদাদিয়ার লড়াই তাতে জায়গা করে নিত। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  ‘৪০ বছর পর্যন্ত ক্রিকেট খেলবে বিরাট’


গোয়ায় আয়োজিত হয়েছিল ইন্টারন্যাশনাল ওপেন গ্র্যান্ডমাস্টার চেস টুর্নামেন্ট। সেখানে কলকাতার ৭৮ বছর বয়সী নির্মল বোসের সঙ্গে আড়াই ঘণ্টা লড়াই চালাল মাত্র ছয় বছর বয়সী নিভান। শেষমেশ জিনিয়াস নিভানের বুদ্ধিমত্তার সামনে নতি স্বীকার করেন নির্মলবাবু। নিভান শুধু জিতলই না, পজিশনাল অ্যাডভান্টেজ হিসাবে আলাদা করে নম্বরও পেল। যদিও ওয়ার্ল্ড চেস ফেডারেশনের তালিকায় নিভান এখন ১০১৯ নম্বরে। আর নির্মলবাবু ১২৮৪। জিতে উঠে নিভানের বক্তব্য, ''বাবার জন্মদিন ছিল। তাই আমি ওই ম্যাচটা জিততে চেয়েছিলাম। এটা বাবাকে দেওয়া উপহার হত।'' নিভানের বাবা রথীন খানদাদিয়া বলছিলেন, ''নির্মলবাবু হারের পর অবাক হয়ে গিয়েছিলেন। পরে উনি নিভানের প্রতিভা ও লড়াই করার মানসিকতার প্রশংসা করে যান। তবে নির্মলবাবু ভাল প্লেয়ার। তাই ছোট ছেলের কাছে এমন হারটা তাঁর কাছে অনভিপ্রেত বটে। কিন্তু নিভান এদিন জেতার জন্য মরিয়া হয়ে উঠেছিল।''


আরও পড়ুন-  মাঝে মাঝে বিরাটকে মানুষের থেকেও বেশি কিছু মনে হয়: তামিম


ম্যাগনাস কার্লসেন ও বিশ্বনাথন আনন্দের ভক্ত নিভান বলছিল, ''আমি সব সময় আমার থেকে উপরের দিকে থাকা প্লেয়ারদের বিরুদ্ধে জিততে চাই। এতে আমার পয়েন্ট বাড়তে থাকবে।''