ওয়েব ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টের প্রথম দিনটা দুর্দান্ত শুরু করেছে ভারত। আজ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এই প্রতিবেদন লেখার সময় ভারতের রান বিনা উইকেটে ১৩৫। কে এল রাহুল অপরাজিত রয়েছেন ৭১ রানে এবং শিখর ধাওয়ান অপরাজিত রয়েছেন ৬৫ রান করে। সুতরাং বলতেই হচ্ছে, দল হিসেবে বেশ ভাল জায়গায় ভারত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন শ্রীসন্থকে বাইশ গজে কিছুতেই ফিরতে দিতে চায় না বিসিসিআই


কেরিয়ারের দুর্দান্ত জায়গায় রয়েছেন লোকেশ রাহুলও। দিব্যি এগোচ্ছেন সেঞ্চুরির পথে। আর ইতিমধ্যেই তিনি ছুঁয়ে ফেললেন বিশ্বরেকর্ড! হ্যাঁ, টেস্ট ক্রিকেটে নাগাড়ে সবথেকে বেশি হাফ সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন তিনি। এই নিয়ে টানা সাত টেস্টে হাফ সেঞ্চুরি করলেন ভারতীয় দলের এই ওপেনার। কেরিয়ারে অবশ্য মোট ৯টি হাফ সেঞ্চুরি হল তাঁর। তিনি ছাড়া বিশ্বের আর যে যে ব্যাটসম্যান টানা ৭ টেস্টে হাফ সেঞ্চুরি করেছেন, তাঁরা হলেন, স্যর এভার্টন উইকস, অ্যান্ডি ফ্লাওয়ার, চন্দ্রপল, কুমার সাঙ্গাকারা এবং ক্রিস রজার্স। এই তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে ঢুকে পড়লেন রাহুল।


আরও পড়ুন  ক্রিকেট কেরিয়ারের এমন জিনিস উমেশ যাদব জানালেন, যা আপনি আগে জানতেন না