ক্রিকেট কেরিয়ারের এমন জিনিস উমেশ যাদব জানালেন, যা আপনি আগে জানতেন না
ওয়েব ডেস্ক : তিনি উমেশ যাদব। এই মুহূর্তে ভারতীয় দলের এক নম্বর পেসার। হ্যাঁ, যতই মহম্মদ শামি বা ভুবনেশ্বর কুমার কিংবা ইশান্ত শর্মারা থাকুন, ভারতীয় দলের পেস বোলিংকে এখন নেতৃত্ব দেন উমেশ যাদবই। ভারতের প্রাক্তন ক্রিকেটারদের প্রশংসা তো পানই উমেশ, পাশাপাশি তাঁর প্রশংসা করেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি বোলাররাও। সেই উমেশ যাদব শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টেস্টের আগে একটি সাক্ষাত্কার দিয়েছেন বিসিসিআই টিভিকে। সেখানে উমেশ জানিয়েছেন যে, ২০ বছর বয়স পর্যন্ত তিনি চামড়ার বলে খেলেনইনি। তিনি ক্রিকেট খেলছেন অনেকদিন ধরেই। কিন্তু, উমেশ ক্রিকেট খেলতেন টেনিস বল বা রাবার বলে। তাই যখন ২০ বছর বয়সে প্রথম চামড়ার বল হাতে পেলেন, তখন বেজায় সমস্যায় পড়েন তিনি।
আরও পড়ুন শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ চলছে, কিন্তু জানেন ধোনি এখন কী করছেন?
উমেশ ওই সাক্ষাত্কারে বলেছেন, '২০ বছর বয়সের আগে চামড়ার বলে খেলিনি। একজন পেস বোলারের পক্ষে বিষয়টা বেশ সমস্যার। কারণ, আমি অনেক দেরি করে শুরু করেছি। চামড়ার বলের সঙ্গে সড়গড় হতে গিয়েই আমার ২ বছর কেটে গিয়েছে। আমি বুঝতে পারতাম না, বলের কোন দিকটা ধরতেই হয়। বলের পিচ ফেলতে হয় কোথায়। তারপর আমার কোচরা আমাকে খুব সাহায্য করেন। তাঁরাই আমায় সব ভাল করে বুঝিয়ে দেন। শিখিয়ে দেন।' প্রসঙ্গত, উমেশ যাদব এই পর্যন্ত ৩৩টি টেস্ট এবং ৭০টি একদিনের ম্যাচ খেলেছেন। ৩৩ টেস্টে উমেশ উইকেট পেয়েছেন ৯২টি। আর একদিনের ক্রিকেটে তাঁর উইকেটের সংখ্যা ৯৮টি।
আরও পড়ুন রবি শাস্ত্রীর মন্তব্যে বেজায় অখুশি মহম্মদ আজাহারউদ্দিন