ওয়েলিংটনে অফ ফর্ম! কিং কোহলিকে সিংহাসনচ্যুত করলেন স্টিভ স্মিথ
ওয়েলিংটনে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দুই ইনিংসেই রান পাননি ভারত অধিনায়ক বিরাট কোহলি।
নিজস্ব প্রতিবেদন : ইঙ্গিত মিলেছিল। কিউই সফরে কিং কোহলির ব্যাড প্যাচেই আশঙ্কা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হল। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান খোয়ালেন বিরাট কোহলি। কিং কোহলিকে সিংহাসনচ্যুত করলেন সেই স্টিভ স্মিথ।
ওয়েলিংটনে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দুই ইনিংসেই রান পাননি ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রথম ইনিংসে ২ রানে কোহলিকে ফেরান কাইল জেমিসন। আর দ্বিতীয় ইনিংসে ১৯ রান করেন তিনি। এবার বোল্টের শিকার হন বিরাট। আর তাতেই আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় একধাপ নেমে গেলেন বিরাট কোহলি। বর্তমানে বিরাট কোহলির রেটিং পয়েন্ট ৯০৬। ৯১১ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে স্টিভ স্মিথ। বিরাট কোহলি ছাড়া আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় ৮,৯,১০ নম্বরে রয়েছেন যথাক্রমে আজিঙ্কে রাহানে, চেতেশ্বর পূজারা, মায়াঙ্ক আগরওয়াল।
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে এক আর দু নম্বর জায়গাটা বিরাট কোহলি আর স্টিভ স্মিথের মধ্যেই অদল বদল হচ্ছে। নির্বাসন কাটিয়ে ফিরেই বিরাটকে সরিয়ে এক নম্বরে উঠে আসেন স্মিথ। এরপর ইডেনে পিঙ্ক বল টেস্টে সেঞ্চুরি করেই আবার স্মিথকে সরিয়ে শীর্ষে উঠে আসেন কিং কোহলি। এবার কোহলিকে সরিয়ে একে চলে এলেন আবার সেই স্মিথ।
এদিকে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথম দশে একমাত্র ভারতীয় বোলার হলেন রবিচন্দ্রন অশ্বিন। ৯ নম্বরে রয়েছেন তিনি। তেমনই ওয়েলিংটনে মাত্র এক উইকেট নেওয়া জশপ্রীত বুমরাহ প্রথম দশেই জায়গা পাননি। নেমে গিয়েছেন ১১ নম্বরে।
আরও পড়ুন - ISL 2019-20: শেষ চারে সুনীলদের মুখোমুখি ATK,গোয়ার সামনে চেন্নাই; দেখে নিন সূচি