নিজস্ব প্রতিনিধি: আসন্ন ইংল্যান্ড সফরের জন্য প্রস্তুতি নিচ্ছেন স্মৃতি মন্ধনা (Smriti Mandhana)। টিম ইন্ডিয়ার স্টার ওপেনার ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ফর্ম্যাটেই দলে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি বিসিসিআই-এর চুক্তিবদ্ধ ক্রিকেটারদের গ্রেড 'এ'  তালিকায় এসেছেন স্মৃতি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিদেশ সফরে যাওয়ার আগে ২৪ বছরের মুম্বইয়ের ক্রিকেটার সকালের রুটিন শেয়ার করে নিলেন ফ্যানেদের সঙ্গে। স্মৃতি ইনস্টাগ্রামে একটি থ্রো-ব্যাক ভিডিয়ো শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে তিনি নিজেই পিচ রোলার চালিয়ে মাঠ ঠিক করছেন। জানাচ্ছেন প্রতিদিন সকালে এমনটাই করে থাকেন তিনি। এটাই তাঁর আত্মনির্ভরতা।



আরও পড়ুন: COVID-19: খাদ্যসামগ্রী বিতরণ করছেন তাঁর বাবা, মাস্ক নিয়ে মজা করে টুইট করলেন Mithali Raj


স্মৃতিরা ইংল্যান্ড মহিলা দলের সঙ্গে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ খেলবে। গত ১৯ মে থেকে বিসিসিআই ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের মুম্বইতে আনার প্রক্রিয়া শুরু করেছে। করোনা কালে দীর্ঘদিন পর ভারতের মেয়েরা ফের ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছেন। ফলে স্মৃতিই নন, গোটা দলই মাঠে নামার জন্য মুখিয়ে আছে।