COVID-19: খাদ্যসামগ্রী বিতরণ করছেন তাঁর বাবা, মাস্ক নিয়ে মজা করে টুইট করলেন Mithali Raj
মিতালি এখন মুম্বইতে আছেন। ঢুকে পড়েছেন হোটেলের বায়ো বাবলে।
নিজস্ব প্রতিবেদন: কয়েকদিন পরেই মিতালি রাজ (Mithali Raj) অ্যান্ড কোং বিরাট কোহলিদের সঙ্গেই লন্ডন উড়ে যাবেন। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ফর্ম্যাটেই সিরিজ খেলবেন ভারতের মেয়েরা। মিতালি এখন মুম্বইতে আছেন। ঢুকে পড়েছেন হোটেলের বায়ো বাবলে। করোনা কালে মিতালির অনুপস্থিতিতে তাঁর বাবাই খাদ্যসামগ্রী তুলে দিচ্ছেন স্থানীয় অটো চালকদের। কিন্তু এই কাজ কররা সময় তাঁর বাবার মাস্ক যথাস্থানে ছিল না। যার জন্য টুইটারে বাবাকে নিয়ে মজা করলেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন।
আরও পড়ুন: মেসিদের Barcelona কে খোঁচা দিয়েই Luis Suarez কে কুর্নিশ করছে Amul
Distribution of food grains and a small amount for sustenance being given to auto drivers by the Mithali raj initiative, something I started last year to do my bit in these COVID times . Dad doing the honours in my absence. Only problem is his mask pic.twitter.com/m53O4fpVKq
(@M_Raj03) May 26, 2021
মিতালি লিখলেন, "খুব সামান্য খাদ্যসামগ্রী অটো চালকদের বিতরণ করা হচ্ছে। গতবছর করোনার সময় থেকেই আমি এটা শুরু করেছিলাম। আমার অনুপস্থিতিতে বাবা এই কাজ করছেন। শুধু একটাই সমস্যা বাবার মাস্ক!" মিতালিরা ইংল্যান্ড মহিলা দলের সঙ্গে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ খেলবে। গত ১৯ মে থেকে বিসিসিআই ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের মুম্বইতে আনার প্রক্রিয়া শুরু করেছে। ওদিনই আর অশ্বিন (R Ashwin), ময়াঙ্ক আগরওয়ালদের (Mayank Agarwal) সঙ্গে মিতালিকে নিজের শহর থেকে উড়িয়ে আনে বোর্ড