নিজস্ব প্রতিবেদন: বাইশ গজে ক্রিকেট ইতিহাস লিখলেন স্মৃতি মন্ধনা (Smriti Mandhana)। প্রথম ভারতীয় মহিলা হিসাবে গোলাপি বলে দিন-রাতের টেস্টে শতরান করলেন স্টার ব্যাটার। এর পাশাপাশি স্মৃতি দেশের প্রথম মেয়ে হয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট শতরানের স্বাদ পেলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত প্রথম ঐতিহাসিক গোলাপি বলের টেস্ট খেলছে। শুক্রবার কুইন্সল্যান্ডে চলতি টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। ভারতের ইনিংসের ৫২ নম্বর ওভারে এলিস পেরির বলে পুল মেরে ইতিহাস লেখেন স্মৃতি। ওয়াসিম জাফর টুইট করে স্মৃতিকে শুভেচ্ছা জানিয়েছেন 'গডেস অফ অফ-সাইড' লিখে।


আরও পড়ুন: Pink-ball Test: কীভাবে গোলাপি বলে সাফল্য পেলেন? গোপন তথ্য ফাঁস করলেন Smriti Mandhana




প্রথম দিনের শেষে ভারত ১ উইকেট হারিয়ে ১৩২ তুলেছিল। ক্রিজে ছিলেন স্মৃতি ও পুনম রাউত। ১৪৪ বলে ৮০ রানে অপরাজিত ছিলেন স্মৃতি। ১৬ রানে ক্রিজে ছিলেন পুনম। প্রথম দিনে ভিলেন হয়ে উঠেছিল বৃষ্টি। ৬৫ ওভারের খেলা নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু স্মৃতির ব্যাটে ভারত ভাল জায়গায় ছিল। এদিন আর ২০ রান যোগ করেই স্মৃতি কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যান। স্মৃতির ঐতিহাসিক এই ইনিংস থামে ১২৭ রানে। ২১৬ বল খেলেন স্মৃতি। ২২টি চার ও একটি ছয় আসে তাঁর ব্যাট থেকে। গার্ডনারে বলে ম্য়াকগ্রার হাতে ক্যাচ তুলে আউট হয়ে যান স্মৃতি।


স্মৃতি আউট হওয়ার পর মিতালি রাজ আসেন পুনমকে সঙ্গ দিতে। গতকাল ম্যাচের পর ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে বললেন স্মৃতি জানান যে, তিন অঙ্কের রান নিয়ে ভাবেননি। শুধু মনের আনন্দে নেটে ব্যাট করে গিয়েছেন। এ দিন ক্রিজে গিয়েও সেই নীতিই অবলম্বন করেন তিনি। যেমন বল পেয়েছেন তেমন ভাবে খেলার চেষ্টা করেছেন। 


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)