নিজস্ব প্রতিবেদন: দুবাইয়ে পাকিস্তানের কাছে ১০ উইকেটে পর্যুদস্ত হয়েছে ভারত। বিরাট কোহলি (Virat Kohli) অ্যান্ড কোংকে টি-২০ বিশ্বকাপের মঞ্চে মাটি ধরিয়ে দিয়েছে বাবর আজম (Babar Azam) অ্যান্ড কোং। ভারতের লজ্জার হারের পরেও বলিউড তারকা সোনু সুদ (Sonu Sood) ট্যুইটারে লিখলেন, "ভারত জিতেছে"!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোনুর টুইটে নেটিজেনরা রীতিমতো চমকে গিয়েছে। যদিও সোনু সেই ট্যুইট ডিলিট করেননি। তবে কেন সোনু এরকম টুইট করলেন, তার কারণ একেবারেই স্পষ্ট নয়। ফলে ধোঁয়াশায় নেটাগরিকরা! কেউ কেউ বলছেন যে, সোনু হয়তো ভুল টুইট করেছেন। কেউ কেউ আবার মনে করছেন যে, সোনু 'স্পোর্টসম্যান স্পিরিটি'-এর কথা বলছেন।


আরও পড়ুন: WT20, IND vs PAK: ইতিহাস লিখলেন Babar Azam, গ্যালারিতে অঝোরে কাঁদলেন বাবা



সোনু যে, ছবি শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে পাক ওপেনার মহম্মদ রিজওয়ানকে বুকে জড়িয়ে নিয়েছেন ম্যাচের পর। এই ছবি পোস্ট করেই হয়তো সোনু বোঝাতে চেয়েছেন যে, ভারত ম্যাচ হেরেও মন জিতে নিয়েছে। এখানেই শেষ নয়, ম্যাচের পর পাকিস্তানের ইমাদ ওয়াসিম, শোয়েব মালিক ও বাবর দল বেঁধে এমএস ধোনির সঙ্গেও গল্পে মাতেন। এই ভিডিও মন কেড়ে নিয়েছে সোশ্যাল মিডিয়ার।


ম্যাচে ভারতের ১৫১ রান তাড়া করতে নেমে পাকিস্তান দুবাইয়ে ১০ উইকেটে জিতে যায় হাতে ১৩ বল বাকি রেখে। দুই পাক ওপেনারই ম্যাচ জিতিয়ে দেন। ক্যাপ্টেন বাবর আজম (৫২ বলে ৬৮) ও মহম্মদ রিজওয়ান (৫৫ বলে ৭৯) অপরাজিত থেকে ইতিহাস লেখেন মরুদেশে। বিশ্বকাপের মঞ্চে এর আগে ভারতকে হারাতে পারেন পাকিস্তান। রেকর্ড ছিল ১২-০। কিন্তু ১৩তম সাক্ষাতে পাকিস্তানের ভাগ্যের চাকা ঘুরে গেল। ভারতকে হারানোর স্বাদ পেল পাকিস্তান। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)