নিজস্ব প্রতিবেদন : শিলিগুড়ির ডার্বিতে গোলের পর তার স্টেইনগান সেলিব্রেশন এখনও মোহনবাগান সমর্থকদের হৃদয়ে। প্রথমবার সবুজ-মেরুন জার্সি গায়ে চাপিয়েই ২০১৪-১৫ মরশুমে মোহনবাগানকে আই লিগ এনে দিয়েছিলেন সোনি নর্ডি। পাঁচ বছর পর আবার আই লিগ জয় শতাব্দীপ্রাচীন ক্লাবের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মালয়েশিয়া লিগে নিজের দলের খেলার ব্যস্ততার মধ্যেও বেইটিয়াদের দিকে নজর ছিল হাইতিয়ান ম্যাজিশিয়ানের। পাঁচ বছরে দ্বিতীয়বার আই লিগ জিতে নিয়েছে মোহনবাগান। হোলির দিন আইজল এফসিকে হারাতেই চার ম্যাচ বাকি থাকতেই লিগ জিতে নিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। কোটি কোটি মোহনবাগান সমর্থকদের মতোই সোনিও মোহনবাগানের লিগ জয়ের সঙ্গে সঙ্গেই ক্লাব কর্তা, ফুটবলারদের পাশাপাশি সমর্থকদের অভিনন্দন জানিয়ে টুইট করেছেন।



 



সোনির পাশাপাশি মোহনবাগানের প্রাক্তন কোচ করিম বেঞ্চারিফাও মোহনবাগানের আই লিগ জয়ে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন।


আরও পড়ুন - শতাব্দী প্রাচীন মোহনবাগানের হাত ধরেই দ্বিতীয়বার কলকাতায় এল আই লিগ