Soumya Sarkar: পুলে `পানি পানি` নেচে ফেসবুকে ভিডিয়ো পোস্ট বাংলাদেশের ক্রিকেটারের
শেষ ১৫ ঘণ্টার ৭৩ হাজার প্রতিক্রিয়ার সঙ্গেই এসেছে ৪ হাজার কমেন্ট।
নিজস্ব প্রতিবেদন: নিউজিল্যান্ডের সঙ্গে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলছে বাংলাদেশ। এই মুহূর্তে বাংলাদেশ সিরিজে ২-১ এগিয়ে। আর কিছুক্ষণ পরেই শুরু হবে সিরিজের তৃতীয় ম্যাচ। তার আগে খবরের শিরোনামে বাংলাদেশের ব্যাটসম্যান সৌম্য সরকার (Soumya Sarkar)। সতীর্থদের সঙ্গে সুইমিং পুলে নেমে 'পানি পানি' গানে উদ্দাম নাচলেন তিনি। সেই ভিডিয়ো নিজেই ফেসবুকে শেয়ার করেছেন সৌম্য। শেষ ১৫ ঘণ্টার ৭৩ হাজার প্রতিক্রিয়ার সঙ্গেই এসেছে ৪ হাজার কমেন্ট। শেয়ার করেছেন হাজারের ওপর মানুষ। রীতমতো চর্চায় সৌম্যর পানি পানি'।
আরও পড়ুন: Neeraj Chopra: ১০০০% এনডোর্সমেন্ট ফি বাড়ালেন নীরজ! কোহলির সারিতেই তিনি
অন্যদিকে চলতি সিরিজের মাঝেই বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো বড় আপডেট দিয়েছেন। তিনি জানিয়েছেন যে, দলের তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম (Mushfiqur Rahim) আর আন্তর্জাতিক টি-২০ ম্যাচে উইকেটের পিছনে দাঁড়াতে চাইছেন না। তিনি এও জানিয়েছেন মুশফিকুরের বদলে নুরুল হাসান সোহন রয়েছেন ডমিঙ্গোর ভাবনায়।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)