Sourav Ganguly: ১৮ মাস পর দলেই রাহানে সহ অধিনায়ক! প্রশ্ন তুলে দিলেন সৌরভ
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রাহানে টিম ইন্ডিয়ায় দুর্দান্ত কামব্যাক করেছেন। ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটার হিসেবে নিজেকে প্রমাণও করেছেন। ৩৫ বছর বয়সি এই ব্যাটার অজিদের বিরুদ্ধে দুই ইনিংস যথাক্রমে ৮৯ এবং ৪৬ রান করেছিলেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীর্ঘ ১৮ মাস জাতীয় দলের বাইরে ছিলেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। এরপর ফিরে এসেই টেস্ট চ্যাম্পিয়নশিপ (ICC World Test Championship Final 2023) ফাইনালে টিম ইন্ডিয়ার (Team India) সফল ব্যাটার হয়েছেন তিনিই। ওভালে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ইনিংসে ৮৯ ও দ্বিতীয় ইনিংসে ৪৬ রানের ইনিংস খেলেছিলেন এই অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটার। তাই হয়তো আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের (India Tour Of West Indies) টেস্ট সিরিজে রাহানেকে দলের সহ অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। কিন্তু আচমকা ১৮ মাস পর জাতীয় দলে প্রত্যাবর্তন করা ৩৫ বছরের রাহানেকে সহ অধিনায়ক নির্বাচিত করা কতটা যুক্তিযুক্ত? সেটা নিয়েই প্রশ্ন তুললেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
মহারাজ বলেন, "১৮ মাস ভারতীয় দলের বাইরে থাকার পর একজন কামব্যাক করল। একটি টেস্ট খেলল। এরপর তাঁকে হঠাৎ করে পরের সিরিজে সহ অধিনায়ক নির্বাচিত করে দেওয়া হল! ঠিক কোন পরিকল্পনা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা আমার কাছে অবাক লাগছে। এই দলে রবীন্দ্র জাদেজার মত ক্রিকেটার রয়েছে। ও দীর্ঘদিন ধরে জাতীয় দলের অঙ্গ। টেস্টে ধারাবাহিকভাবে খেলছে। আমার মতে টেস্টে সহ অধিনায়ক হওয়ার দৌড়ে জাদেজাই যোগ্য ব্যক্তি।"
আরও পড়ুন: Rishabh Pant's Date Of Birth: এক ধাক্কায় ২৫ বছর কমিয়ে ফেললেন পন্থ! কিন্তু কীভাবে?
চেতেশ্বর পূজারার দল থেকে বাদ পড়া নিয়েও মুখ খুলেছেন সৌরভ। তিনি যোগ করেছেন, "নির্বাচকদের একটা স্বচ্ছ ধারণা রাখা উচিত পূজারাকে নিয়ে। আদৌ তাঁরা কি পূজারাকে আর জাতীয় দলের অংশ হিসেবে দেখতে চান? তাঁরা কি তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে চান? পূজারার মত প্লেয়ার বারবার বাদ পড়বেন, আবার দল ঢুকবেন এমনটা হতে পারে না। একই বিষয় অজিঙ্ক রাহানের ক্ষেত্রেও খাটে।"
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রাহানে টিম ইন্ডিয়ায় দুর্দান্ত কামব্যাক করেছেন। ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটার হিসেবে নিজেকে প্রমাণও করেছেন। ৩৫ বছর বয়সি এই ব্যাটার অজিদের বিরুদ্ধে দুই ইনিংস যথাক্রমে ৮৯ এবং ৪৬ রান করেছিলেন।
ভারতীয় ক্রিকেট দলে প্রত্যাবর্তনের পরই যথেষ্ট প্রশংসা অর্জন করেছেন রাহানে। কিন্তু, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে রাহানেকে আচমকা টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক করার কারণে অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। আসুন দেখে নেওয়া যাক এই টেস্ট সিরিজের জন্য টিম ইন্ডিয়ার সম্পূর্ণ স্কোয়াড।
একনজরে ভারতের টেস্ট দল:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, ঋতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), কেএস ভরত (উইকেটকিপার), ঈশান কিশান (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকাট, নভদীপ সাইনি।