ওয়েব ডেস্ক : 'কোচ' বিতর্কে এবার রবি শাস্ত্রীকে পাল্টা আক্রমণ করলেন সৌরভ গাঙ্গুলী। তিনি বলেন, "রবি শাস্ত্রী যদি মনে করেন তাঁকে ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়া থেকে আমি আটকেছি তাহলে তিনি বোকার রাজ্যে বাস করছেন।" পাশাপাশি শাস্ত্রীর মন্তব্যে তিনি অত্যন্ত মর্মাহত বলেও আজ জানিয়েছেন CAB প্রেসিডেন্ট। শাস্ত্রী তাঁকে গোটা বিষয়টি নিয়ে ব্যক্তিগত স্তরে আক্রমণ করছেন বলেও জানান সৌরভ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-শাস্ত্রী নয়, কোচ পদে কুম্বলেকে বেছে যে 'তাস' খেললেন সৌরভ


সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের কোচ নির্বাচনে দায়িত্ব বর্তায় প্লাক্তন তিন ক্রিকেটারের সৌরভ গাঙ্গুলী, সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিরের ওপর। তাঁদের ইন্টারভিয়ে শেষ পর্যন্ত দলের কোচ হন অনিল কুম্বলে। আর তারপরই দেখা দেয় বিতর্ক। হেড স্যারদের প্যানেলে নাম থাকা রবি শাস্ত্রী হঠাত্ই সৌরভ গাঙ্গুলীর বিরুদ্ধে তাঁকে অপমাণ করার অভিযোগ তোলেন। ইচ্ছে করেই তাঁকে(শাস্ত্রীকে) কোচ হওয়ার দৌড় থেকে সরিয়ে দেওয়ারও অভিযোগ তুলেছেন সৌরভের বিরুদ্ধে। এরপরই আজ মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক।


আরও পড়ুন-সৌরভকে নিয়ে বিস্ফোরক শাস্ত্রী!