নিজস্ব প্রতিবেদন: সর্দারজি সেজে দুর্গাপুজোয় বিসর্জনে বেরিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আম জনতার হাত থেকে বাঁচতে পঞ্জাবি সেজেছিলেন প্রিন্স অব ক্যালকাটা। 'আ সেঞ্চুরি ইজ নট এনাফ' বইয়ে সৌরভ নিজের  লিখেছেন, ''দুর্গাপুজোয় একবার সর্দার সেজেছিলাম আমি। মেক আপ শিল্পী জোগাড় করেছিলেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সৌরভের কথায়,''হরভজনের মতো মেক আপ করতে চেয়েছিলাম আমি। সর্দার সেজে বেরিয়ে পড়েছিলাম। কেউ চিনতে পারলে পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যেতে পারত। তবু পাড়ার ছেলে ও পরিবারের সদস্যদের সঙ্গে ট্রাকে বিসর্জনে যাওয়ার রোমাঞ্চই আলাদা।


আরও পড়ুন- আইপিএলের নিলামে কোটিপতি হলেন ১৬ বছরের এই আফগান ক্রিকেটার


ট্রাকে অবশ্য উঠতে পারেননি সৌরভ। মেকআপ করার পরও তাঁকে চিনে ফেলেছিলেন পুলিস কর্মীরা। ভারতের প্রাক্তন অধিনায়কের কথায়, ''আমাকে সহজেই লোকে চিনে নেবে বলে ব্যঙ্গ করছিল পরিচিতরা। চ্যালেঞ্জ নিয়েছিলাম। তবে ওঁরা ঠিকই বলেছিল। আমাকে ট্রাকে উঠতে দেয়নি পুলিস। মেয়ের সঙ্গে গাড়িতেই গিয়েছিলাম।'' 


সৌরভ আরও লিখেছেন, ''বাবুঘাটে পৌঁছনোর পর গাড়ির কাঁচে উঁকি মেরে দেখেন এক পুলিস কর্মী। তিনি আমাতে চিনতে পারেন। পরিচয় গোপন রাখতে অনুরোধ করি আমি। তবে দুঃসাহসিক অভিযান সার্থক হয়েছিল। বাবুঘাটে বিসর্জন দেখার অভিজ্ঞতা অবর্ণনীয়। বছরে একবারই তো আসেন দুর্গা মা।''