নিজস্ব প্রতিবেদন: কিংবদন্তি সত্যজিৎ রায়ের (Satyajit Ray) ১০১তম জন্মবার্ষিকী ( Satyajit Ray 101 Birth Anniversary) উপলক্ষ্যে জি ২৪ ঘণ্টার বিশেষ নিবেদন 'ফেলুদার বাড়িতে দাদা' ( #FeludarBariteDada)। এই অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায়  (Sourav Ganguly) যেমন তাঁর কেরিয়ারের একাধিক অজানা গল্প শুনিয়েছেন। তেমনই 'ফেলুদা'-র প্রতি তাঁর ভালবাসা নিয়েও বারবার কথা বলেছেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এখানেই শেষ নয় ভারতের প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআই সভাপতি (President of Board of Control for Cricket in India) জানিয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) থেকে শুরু করে সব্যসাচী চক্রবর্তীদের (Sabyasachi Chakraborty) তিনি যখন ফেলুদার চরিত্রে দেখেছেন, তখন তাঁর চোখের সামনে কিংবদন্তি ক্রিকেটারদের মুখই ভেসে উঠেছে।



সৌরভ বলছেন, "সৌমিত্রবাবু যেন ব্রায়ান চার্লস লারা (Brian Charles Lara), বা ডেভিড গাওয়ার (David Gower), একটা মার্জিত ব্য়াপার রয়েছে। সব্যসাচীবাবু (Sabyasachi Chakraborty) যেন অ্যালান বর্ডার (Allan Border)। গ্রেট ফাইট, টাফনেস, দেখতেও ওরকম ছিলেন, মুখে পিম্পলের দাগ! দারুণ ভাবে ফুটে উঠেছিল। আবিরকে দেখে মনে হয়েছে, ওর মধ্যে এই বিস্ময়টা কাজ করত যে, আমি সত্যজিৎবাবুর ফেলুদা করছি, সৌমিত্রবাবুর-সব্যসাচী বাবুর জুতোয় পা গলাচ্ছি। বিশেষত সৌমিত্রবাবুর জুতোয়। আবিরের মুখে এটা ফুটে উঠত।" সৌরভ জানিয়েছেন যে, ফেলুদার বুদ্ধি, স্বতঃস্ফূর্ততা ও আলাদা ভাবনাই তাঁকে আকৃষ্ট করেছে বারবার।


আরও পড়ুন: #FeludarBariteDada: 'আউট হয়ে গেলে আমার পাশে বসবি না!' সৌরভ কেন বলতেন বীরুকে?


আরও পড়ুন#FeludarBariteDada: ভারত-পাক ম্যাচের আগেই ঘটেছিল এই ঘটনা! মধ্যরাতে ইডেনে ছোটেন সৌরভ


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)