নিজস্ব প্রতিবেদন: করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে চরম সংকটে থাকা মানুষদের পাশে দাঁড়াচ্ছেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দুঃসময়ে দুঃস্থদের পাশে দাদা! বেলুড় মঠে গিয়ে দুঃস্থদের ২০০০ কেজি চাল দান করেছেন সৌরভ।  ইস্কনে দশ হাজার মানুষের অন্নসংস্থানও করেছেন।  করোনার বিরুদ্ধে যুদ্ধে তিনি দুঃস্থ ও অসহায় মানুষদের পাশে থাকবেন। এমনই অঙ্গীকার করেছিলেন তিনি। সেইমতো বেলুড় মঠ ও ইস্কনের মাধ্যমে কথা রেখেছেন বাংলার মহারাজ। এবার এসএসকেএম হাসপাতালে ভর্তি রোগীদের পরিবারের পাশে দাঁড়াল সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন।


লকডাউনের জন্য বন্ধ দোকানপাট। এর ফলে রোগী পরিবারের সদস্যদের খাবার পেতে অসুবিধা হচ্ছে। ঊষর- নামক এক স্বেচ্ছাসেবী সংস্থার কাছ থেকে রোগী পরিবারের সদস্যদের সমস্যার খবর যায় সৌরভ গাঙ্গুলির কাছে। প্রায় ২০০ জন এই সমস্যার মধ্যে রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছে বেশ কয়েকজন শিশুও। রোগী পরিবারের সদস্যদের সমস্যা মেটাতে ইস্কনের সঙ্গে যোগাযোগ করে সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন। সোমবার দুপুরে ইস্কনের থেকে রান্না করা সেই খাবার তুলে দেওয়া হয় এসএসকেএম-এর রোগী পরিবারের সদস্যদের হাতে।


আরও পড়ুন - করোনা আতঙ্কের মাঝেই ভালো খবর, ২০২৭ সালে AFC এশিয়ান কাপ হতে পারে ভারতে!