করোনা আতঙ্কের মাঝেই ভালো খবর, ২০২৭ সালে AFC এশিয়ান কাপ হতে পারে ভারতে!
ইউরোপে যেমন ইউরো কাপ, এশিয়াতে তেমনি সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট হল এই এশিয়ান কাপই।
![করোনা আতঙ্কের মাঝেই ভালো খবর, ২০২৭ সালে AFC এশিয়ান কাপ হতে পারে ভারতে! করোনা আতঙ্কের মাঝেই ভালো খবর, ২০২৭ সালে AFC এশিয়ান কাপ হতে পারে ভারতে!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/04/06/242918-afc.gif)
নিজস্ব প্রতিবেদন: ভারতের মাটিতে আরও একটা আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের সম্ভাবনা। ২০২৭ সালে AFC এশিয়ান কাপ টুর্নামেন্ট আয়োজনের জন্য বিড করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। ২০২২ সালে মেয়েদের এশিয়ান কাপ আয়োজনের দায়িত্ব ইতিমধ্যেই পেয়েছে ভারত।
ইউরোপে যেমন ইউরো কাপ, এশিয়াতে তেমনি সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট হল এই এশিয়ান কাপই। যেখানে খেলে এশিয়ার সেরা দলগুলো। ভারতের সঙ্গে এই টুর্নামেন্ট আয়োজনের দৌড়ে রয়েছে সৌদি আরব। ২০২৭ সালে ভারতে এই টুর্নামেন্ট হবে কিনা তা জানা যাবে পরের বছর। এশিয়ান কাপ আয়োজনের দায়িত্ব পেলে প্রথমবার ভারতের মাটিতে এই টুর্নামেন্ট হবে।
AFC-র কমপিটিশন কমিটিতে রয়েছেন আই লিগ CEO সুনন্দ ধর। কম্পিটিশন কমিটি এশিয়ান কাপ আয়োজক দেশের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এএফসি-র এক্সিকিউটিভ কমিটি।
আরও পড়ুন - করোনা মোকাবিলায় কোটি টাকার সাহায্য ভারতীয় অলিম্পিক সংস্থার