`Switch Hit` নিয়ে চ্যাপেলকে পাল্টা দিলেন সৌরভ
আধুনিক ক্রিকেটে বিশেষ করে টি-টোয়েন্টি জামানায় বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে সুইচ হিট।
নিজস্ব প্রতিবেদন: আধুনিক ক্রিকেটে সুইচ হিট নিয়ে কিংবদন্তি ইয়ান চ্যাপেলের সঙ্গে একমত নন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। সুইচ হিটকে স্বাগত জানাচ্ছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ক্রিকেটে নতুন শটের অন্তর্ভুক্তিকে খোলা মনে নেওয়া উচিত বলেই মনে করেন সৌরভ।
আধুনিক ক্রিকেটে বিশেষ করে টি-টোয়েন্টি জামানায় বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে সুইচ হিট। আর এই সুইচ হিটের তীব্র সমালোচনা করেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ইয়ান চ্যাপেল। তাঁর মতে, এই শটের মাধ্যমে বোলারদের প্রতি অবিচার করা হয়। বোলাররা কীভাবে বল করবে সেটা যদি আম্পায়ারকে আগে থেকে জানাতে পারেন সেক্ষেত্রে ব্যাটসম্যানদের নৈতিক কর্তব্য পালণ করা উচিত্।
আরও পড়ুন - AUS vs IND: বিরাট ব্যাটেও জয় অধরা, সিডনিতে শেষ টি-২০ তে হার টিম ইন্ডিয়ার
কিংবদন্তি ইয়ান চ্যাপেল যতই সুইচ হিটের সমালোচনা করুন না কেন টি-টোয়েন্টি ক্রিকেটের যুগে আরও আধুনিক হচ্ছে ক্রিকেট-মনে করেন সৌরভ গাঙ্গুলি। যেখানে ব্যাটসম্যানদের মস্তিষ্কপ্রসূত অদ্ভুত কিন্তু এই শট ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সেই শটকে স্বাগত জানাচ্ছেন বিসিসিআই প্রেসিডেন্ট।
আরও পড়ুন - নতুন বছরে জীবনে আসছে নতুন অতিথি-কোহলির এই পোস্টটি ভারতে সবচেয়ে বেশি লাইকড tweet