নিজস্ব প্রতিবেদন: করোনা মহামারির মধ্যেও আইপিএল থেমে নেই। দেশে ক্রোড়পতি লিগ আয়োজন করতে পারেনি বিসিসিআই। বিশ্বের জনপ্রিয়তম ক্রিকেট লিগকে বাঁচাতে সৌরভ গাঙ্গুলির বোর্ড নিরাপদ ভেন্যু হিসেবে বেছে নেয় সংযুক্ত আরব আমিরশাহি। সেই আমিরশাহিতে এখন লাস্ট ল্যাপে আইপিএল। বৃহস্পতিবার থেকে শুরু প্লে-অফ। এবারের আইপিএল শেষ হওয়ার আগেই পরের আইপিএলের দামামা বেজে গেল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আগামী বছর আইপিএল কি ভারতে হবে? বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি অবশ্য আশাবাদী যে ২০২১ সালে এপ্রিল-মে মাসে আইপিএল ভারতেই অনুষ্ঠিত হবে। এক সাক্ষাত্কারে তিনি বলেন, " আশা করি আগামী আইপিএলের আগে করোনাভাইরাসের ভ্যাকসিন এসে যাবে। আর আমরা ভারতেই টুর্নামেন্ট আয়োজন করতে পারব।"



পরিস্থিতির ওপর নজর রেখে সংযুক্ত আরব আমিরশাহিকে পরের বারের আইপিএলের জন্য বিকল্প ভেন্যু হিসেবে ধরে রাখা হচ্ছে বলেও জানান বিসিআই সভাপতি। পরের বার আইপিএলের নিলাম হবে কি? সে নিয়ে এখনই কিছু বলতে পারছেন না বোর্ড প্রেসিডেন্ট।এবারের আইপিএল নিলাম নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানান সৌরভ গাঙ্গুলি।


 


আরও পড়ুন - IPL 2020: কোয়ালিফায়ারে নামার আগে মুম্বই দলের অন্দরে কোন্দল! পোলার্ডের পোস্টে হইচই