Sourav Ganguly, IND vs PAK : চাপের মুখেও ভারতের জয়ে খুশি বিসিসিআই সভাপতি
Sourav Ganguly, IND vs PAK : টসে হেরে পাকিস্তান প্রথমে ব্যাট করে ১৯.৫ ওভারে ১৪৭ রানে অল আউট হয়ে যায়। রান তাড়া করতে নেমে ১৯.৪ ওভারে ৫ উইকেট জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ভারতের বোলাররা এ দিন দুরন্ত ছন্দে ছিলেন। ভুবনেশ্বর কুমার ২৬ রানে ৪ উইকেট নেন। বোলিংয়ের পর ব্যাটিংয়েও সফল হার্দিক। ২৫ রানে ৩ উইকেট নেওয়ার পর ১৭ বলে ৩৩ রানে অপরাজিত ছিলেন এই অলরাউন্ডার। ফলে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন হার্দিক।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাইশ গজে মহারণের আগেই পরোক্ষ ভাবে বুঝিয়ে দিয়েছিলেন যে পাকিস্তানকে (Pakistan) পাত্তা দিয়ে লাভ নেই। আর সেটাই হল। বাবর আজমের (Babar Azam) দল কম রানের পুঁজি নিয়ে ম্যাচে ফিরলেও শেষরক্ষা হয়নি। বোলিংয়ের পর ব্যাট হাতে জ্বলে উঠেছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ফলে দুই বল বাকি থাকতেই পাঁচ উইকেটে ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া (Team India)। স্বভাবতই রোহিত শর্মার (Rohit Sharma) দলের এমন পারফরম্যান্সে বেশ খুশি বিসিসিআই সভাপতি (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। টুইটারে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন মহারাজ।
টুইটারে সৌরভ লিখেছেন, 'এশিয়া কাপের শুরুতেই এটা ভারতের জন্য দারুণ ফল। কঠিন পরিস্থিতিতেও সংযত থাকতে পেরেছে ওরা। শুভেচ্ছা টিম ইন্ডিয়া ও রোহিত শর্মা।' গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এই মহারণ ১০ উইকেটে হেরেছিল ভারত। তবে এ বার ফলাফল ভারতের পক্ষে গেল। আর তাই খুশি সৌরভ। কারণ পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল বার বার চাপে পড়লেও সেটা কাটিয়ে উঠেছে। ভারতীয় ক্রিকেটাররা কখনই চাপের মুখে ভেঙে পড়েননি। রোহিত, বিরাটদের এই পরিণত ক্রিকেটেরই প্রশংসা করেছেন বিসিসিআই সভাপতি।
আরও পড়ুন: Virat Kohli, IND vs PAK : একমাস ব্যাট হাতে না তুলেও ফেরার মরিয়া চেষ্টা করলেন বিরাট
টসে হেরে পাকিস্তান প্রথমে ব্যাট করে ১৯.৫ ওভারে ১৪৭ রানে অল আউট হয়ে যায়। রান তাড়া করতে নেমে ১৯.৪ ওভারে ৫ উইকেট জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ভারতের বোলাররা এ দিন দুরন্ত ছন্দে ছিলেন। ভুবনেশ্বর কুমার ২৬ রানে ৪ উইকেট নেন। বোলিংয়ের পর ব্যাটিংয়েও সফল হার্দিক। ২৫ রানে ৩ উইকেট নেওয়ার পর ১৭ বলে ৩৩ রানে অপরাজিত ছিলেন এই অলরাউন্ডার। ফলে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন হার্দিক।