নিজস্ব প্রতিবেদন : একদম ফিট আছেন সৌরভ (Sourav Ganguly)। তাঁর হার্টের কন্ডিশন খুব ভালো আছে। আগামিকালই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। তারপর ২ থেকে ৩ সপ্তাহ বিশ্রাম নিয়ে তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। পুরোদমে কাজ শুরু করতে পারবেন। এমনকি চাইলে ক্রিকেটও খেলতে পারবেন। আজ উডল্যান্ডস হাসপাতালে সৌরভ গাঙ্গুলিকে (Sourav Ganguly) দেখে এমনই সার্টিফিকেট দিলেন বিশিষ্ট কার্ডিয়াক সার্জেন দেবী শেট্টি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতকাল ভিডিয়ো কনফারেন্সে কথা হয়েছিল। এরপরই আজ সৌরভকে (Sourav Ganguly) দেখতে কলকাতায় আসেন দেবী শেঠি (Devi Shetty)। সৌরভকে দেখার পর আমজনতার সুস্বাস্থ্যের উদ্দেশেও তিনি একটি বার্তা দিয়েছেন। দেবী শেট্টি বলেন, "১৫ বছর আগেই এই হার্ট অ্যাটাকের সম্ভাবনার কথা জানতে পারা যেত। তাই সবাই বছরে একবার করে মেডিক্যাল চেক-আপ শুরু করে দিন।" একইসঙ্গে কলকাতায় যে চিকিত্সা পরিষেবা সৌরভ পেয়েছেন, তা 'সর্বোত্তম' বলেও উল্লেখ করেন দেবী শেট্টি।


চলুন একনজরে দেখে নেওয়া যাক, সৌরভকে দেখে কী বললেন বিশিষ্ট কার্ডিয়াক সার্জেন দেবী শেট্টি?


* সৌরভ গাঙ্গুলি ভালো আছেন।
*  চিকিত্সকদের চিকিত্সায় ভালো রেসপন্স করেছেন তিনি।
* আগামিকালই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।
* এরপর ২ থেকে ৩ সপ্তাহ তাঁকে বিশ্রাম নিতে হবে।
* আমি মেডিক্যাল টিমের প্রত্যেকটি চিকিত্সককে কনগ্র্যাচুলেট করছি।
*
সৌরভ যদি দেশের অন্য কোনও প্রান্তেও থাকতেন, তাহলেও এখানের থেকে বেশি যত্ন ও সুচিকিত্সা পেতেন না।
* কোনও এমন বড় ঘটনা তাঁর হার্টের ক্ষতি করেনি।
* তাঁর হার্টের কন্ডিশন খুব ভালো।
* এঘটনা ভবিষ্যতে তাঁর হার্টের কোনও ক্ষতি করবে না।
* এঘটনা তাঁর ভবিষ্যত জীবনেও কোনও প্রভাব ফেলবে না।
* সৌরভ একজন জাতীয় সম্পত্তি।
* যে কোনও চিকিত্সকই তাঁর সব কাজ ছেড়ে সৌরভের চিকিত্সায় সাহায্য করতে এগিয়ে আসবেন।
* বিশ্বের যেকোনও জায়গায় তিনি যে চিকিত্সা পরিষেবা পেতেন, সেই সর্বোত্তম পরিষেবাই তিনি পেয়েছেন।
* সহমতের ভিত্তিতে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়ে সৌরভের চিকিত্সা হয়েছে।
* ভবিষ্যতে হয়তো তাঁর আবার একটা অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হতে পারে।
* এখন তিনি বাড়ি ফিরতে পারেন ও তাঁর কাজ শুরু করতে পারেন।
* সৌরভের ঘটনা ভারতের বাস্তব ছবিকে তুলে ধরে।
* ১৫ বছর আগেই এই হার্ট অ্যাটাকের সম্ভাবনার কথা জানতে পারা যেত।
* তাই বছরে একবার করে মেডিক্যাল চেক আপ শুরু করে দিন- সৌরভের ঘটনা এই বার্তাই দেয়।
* সৌরভ নর্মাল লাইফ লিড করতে পারবেন।
* এমনকি বিমানেও চড়তে পারবেন।
* যে কোনও কিছু করার জন্য সৌরভ একদম ফিট।
* চাইলে ক্রিকেটও খেলতে পারবেন।
* তাঁর লাইফস্টাইলের সুফল তিনি পেয়েছেন। তাঁর লাইফস্টাইলের জন্যই ধমনীর অত্যন্ত ছোট একটি জায়গায় ব্লকেজ হয়েছিল।
*  কী থেকে এঘটনা ঘটেছে, তা কারোর পক্ষেই অনুধাবন করা সম্ভব নয়।


আরও পড়ুন, কব্জি মচকে গুরুতর চোট, Australia-র বিরুদ্ধে সিরিজ থেকেই বাদ ভারতীয় তারকা


নতুন বছরে মাঠে নামতেই জোড়া মাইলস্টোন স্পর্শ করলেন Lionel Messi