Sourav Ganguly: ইডেনে ব্যাট হাতে নামছেন সৌরভ, সামলাবেন স্টেইনদের গোলাগুলি!
সৌরভ অ্যান্ড কোংয়ের মুখোমুখি হবে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক অইন মর্গ্যানের (Eoin Morgan) ওয়ার্ল্ড জায়ান্টস (World Giants)। আগামী ১৬ সেপ্টেম্বর এই বিশেষ ম্যাচ হবে ভারতের স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উপলক্ষ্যে।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) অনুরাগীদের জন্য দারুণ খবর। ফের ক্রিকটের স্বর্গোদ্যান ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ব্যাট হাতে মাঠে নামছেন 'প্রিন্স অফ ক্যালকাটা'। দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক ও বিসিসিআই সভাপতি নেতৃত্ব দেবেন ইন্ডিয়ান মহারাজাস (Indian Maharajas) দলের। সৌরভ অ্যান্ড কোংয়ের মুখোমুখি হবে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক অইন মর্গ্যানের (Eoin Morgan) ওয়ার্ল্ড জায়ান্টস (World Giants)। আগামী ১৬ সেপ্টেম্বর এই বিশেষ ম্যাচ হবে ভারতের স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উপলক্ষ্যে। যদিও এই ম্যাচ লেজেন্ডস ক্রিকেট লিগের (Legends League Cricket, LLC) অন্তর্গত। প্রাক্তনীদের এই লিগ দ্বিতীয় বছরে পা দিচ্ছে। গতবছর দারুণ জনপ্রিয় হয়েছিল বিশ্বের তাবড় প্রাক্তন মহারথীদের ক্রিকেটে ফেরার ম্যাচ।
সৌরভ কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় জানিয়ে ছিলেন যে, তিনি এই বিশেষ ম্য়াচের অংশিদার হবেন। জানা যাচ্ছে ১০ দেশের ক্রিকেটাররা এবার এলএলসি-তে অংশ নেবেন। ওয়ার্ল্ড জায়ান্টসে দুরন্ত সব ক্রিকেটাররা রয়েছেন। দেখা যাবে জ্যাক কালিস, ডেইল স্টেইন, হার্শেল গিবস ও জন্টি রোডসের মতো মহারথীরা। দেখা যাবে শ্রীলঙ্কার জুটি সনথ জয়সূর্য ও মুথাইয়া মুরলীথরনকে। খেলবেন ব্রেট লি ও মিচেল জনসনও। সৌরভের দলে রয়েছেন বীরেন্দ্র শেহওয়াগ, মহম্মদ কাইফ, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, হরভজন সিং ও পার্থিব প্যাটেলরা। এই মরশুমে মোট ১৫টি ম্যাচ দেখা যাবে। লেজেন্ডস লিগ ক্রিকেটের কমিশনার হয়েছেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তিনি বলেন, 'আমাদের কাছে এটা অত্যন্ত গর্বের মুহূর্ত যে, ভারত স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করছে। গর্বিত ভারতীয় হিসাবে এটা আমার কাছে অত্যন্ত তৃপ্তিদায়ক যে, চলতি বছর এই লিগ দেশের স্বাধীনতার উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে। ৮ অক্টোবর পর্যন্ত লিগ চলবে। ২২ দিন ধরে ছ'টি শহরে ১৫টি ম্যাচ হবে। সব প্লেয়ার ও দলগুলি ক্যারাভ্যান স্টাইলে একাধিক শহরে ঘুরবে।'
গতবছর বিসিসিআই-এর ৯০তম বার্ষিক সাধারণ সভা অর্থাৎ এজিএম উপলক্ষ্যে এক বিশেষ ম্যাচ হয়েছিল। সৌরভের সভাপতি একাদশ (President's XI) ও জয় শাহ-র সচিব একাদশ (Secretary's XI) ইডেন গার্ডেন্সে খেলেছিল। শীতের সন্ধ্যায় ক্রিকেটের নন্দনকাননে এক রানের জন্য সৌরভের দলকে হারতে হয়েছিল জয়ের টিমের কাছে। সৌরভ ৩৫ রানে অবসৃত হন। এখন দেখার সৌরভ এই ম্যাচে কত রান করে অনুগামীদের মন জয় করতে পারেন!