নিজস্ব প্রতিবেদন : ভারতীয় বোর্ডকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন, ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে শুভমান গিল, অজিঙ্ক রাহানের মতো ক্রিকেটার বাদ কেন! এই দুই ক্রিকেটারকে বাদ দেওয়ায় হতবাক মহারাজ। টুইটারে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন সৌরভ। রবিবার ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতীয় দল ঘোষণা হয়েছে। এম এস ধোনি নিজেকে আগে থেকেই সরিয়ে নিয়েছিলেন। বোর্ড সূত্রের খবর, বিরাট কোহলিকেও বিশ্রামের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তিনি রাজি হননি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সৌরভ মনে করেন, নির্বাচকদের এখন এমন ক্রিকেটারদের বেছে নেওয়া প্রয়োজন যাঁরা তিন ফরম্যাটেই সাবলীলভাবে খেলতে পারবেন। সৌরভ আরও জানিয়েছেন, খুব কমসংখ্যক ক্রিকেটার তিন ফরম্যাটে খেলার সুযোগ পাচ্ছেন। দাদার বক্তব্য, ''ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করা ক্রিকেটারদের নিয়েই বিশ্বমানের দল গড়া সম্ভব। সবাইকে সব সময় খুশি করা সম্ভব নয়। তবে যেটা দেশের জন্য ভাল সেটাই করতে হবে।'' সৌরভ আরও বলেছেন, ''স্কোয়াডে এমন অনেকে আছে যারা তিন ফরম্যাটেই সাবলীলভাবে খেলতে পারে। শুভমান গিল ও অজিঙ্ক রাহানেকে একদিনের স্কোয়াডে না দেখে অবাক হলাম।''



আরও পড়ুন-  ব্যর্থতা থেকেই আমি জীবনে শিক্ষা নিয়েছি: বিরাট কোহলি



ভারতীয় এ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিরুদ্ধে সম্প্রতি দুর্দান্ত পারফরম্যান্স করেছেন শুভমান। তা ছাড়া আইপিএলে কলকাতার হয়েও লাগাতার ভাল পারফরম্যান্স করে গিয়েছেন। তা সত্ত্বেও নির্বাচকদের নজর তাঁর দিকে পড়েনি। সৌরভের মতো আরও অনেকেই আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে শুভমানকে দেখতে পাবেন বলে আশা করেছিলেন। 


একনজরে ক্যারিবিয়ান সফরে ভারতীয় দল-


টি-টোয়েন্টি: বিরাট কোহলি(অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মনীশ পাণ্ডে, ঋষভ পন্থ(উইকেটকিপার), ক্রুনাল পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহর, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, দীপক চাহর, নভদীপ সাইনি।


ওয়ান ডে : বিরাট কোহলি(অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মনীশ পাণ্ডে, ঋষভ পন্থ(উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহল, কেদার যাদব, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, নভদীপ সাইনি।


টেস্ট : বিরাট কোহলি(অধিনায়ক), আজিঙ্কে হারানে (সহ অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, কেএল রাহুল,  চেতেশ্বর পূজারা, হনুমা বিহারি, রোহিত শর্মা, ঋষভ পন্থ (উইকেটকিপার), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, মহমম্দ শামি, জশপ্রীত বুমরাহ, উমেশ যাদব।