নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয় দফার করোনা (Covid-19) প্রতিষেধক নিলেন বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)৷ শনিবার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে করোনা টিকার দ্বিতীয় ডোজ নেন তিনি৷ সঙ্গে ছিলেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হদয়ে তিনটি স্টেইন্ট বসার পর সৌরভ এখন একদম ফিট আছেন৷ নিজেই জানিয়েছেন সে কথা৷ কাজকর্ম শুরু করেছেন আগের মতোই৷ দেশে ও রাজ্যে ক্রমবর্ধমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই সৌরভও দুই দফায় করোনা টিকা নিয়ে নিলেন৷ নিজেক সুরক্ষিত রাখতে কর্তব্য়বান নাগরিকের মতোই বিচক্ষণতার সিদ্ধান্ত নিলেন দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক৷


আরও পড়ুন: Sachin Tendulkar Birthday: ভিডিয়ো বানাল ICC-BCCI, বিশেষ বার্তা দিলেন Sourav-Virat


অন্যদিকে সৌরভ দু'সপ্তাহ আগেই জানিয়েছেন যে, করোনা আতঙ্ক থাকলেও চলতি বছর শেষের দিকে ভারতে টি-২০ বিশ্বকাপ হওয়ার ব্যাপারে তিনি নিশ্চিত৷ বোর্ড সভাপতি মনে করছেন যে, আগামী মরসুম থেকেই সব স্বাভাবিক হয়ে যাবে ও পুরোদনে ঘরোয় মরসুমও আয়োজন করতে পারবে বিসিসিআই৷ পাশাপাশি সৌরভ এও বলেছেন যে, ভারত সেরা টি২০ বিশ্বকাপ আয়োজন করবে এবার৷


কিংবদন্তি সচিন তেন্ডুলকর এদিন ৪৮ বছরে পা দিলেন৷ সচিনের দীর্ঘদিনের বন্ধু ও এক সঙ্গে বহু যুদ্ধে লড়াই করা সৈনিক সৌরভ৷ তিনি সচিনের সুস্থ জীবনের কামনা করেই লিখলেন, "গ্রেট প্লেয়ার ও সুপার টিম মেটকে জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা৷"