Sachin Tendulkar Birthday: ভিডিয়ো বানাল ICC-BCCI, বিশেষ বার্তা দিলেন Sourav-Virat
আজ এমন একজন মানুষ জন্মেছেন, যাঁর কাছে ঋণী বাইশ গজ৷
নিজস্ব প্রতিবেদন: আজ ২৪ এপ্রিল৷ এই তারিখটা ভোলা সম্ভব নয়৷ আজ এমন একজন মানুষ জন্মেছেন, যাঁর কাছে ঋণী বাইশ গজ৷ ক্রিকেটের সংজ্ঞাটাই বদলে দিয়েছেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)৷ শনিবার ৪৮ বছরে পা দিলেন আধুনিক ক্রিকেটের ডন৷ মাস্টার ব্লাস্টারের জন্য বিশেষ ভিডিও বানাল আইসিসি (ICC) ও বিসিসিআই (BCCI)৷ 'ক্রিকেট ঈশ্বর'-এর জন্য সোশ্যাল মিডিয়ায় উঠল শুভেচ্ছার সুনামি৷
We've all seen those trademark @sachin_rt shots – but we've not seen them like this.
Presenting Sachin Tendulkar, taking on Kagiso Rabada, Jofra Archer, Pat Cummins et al #HappyBirthdaySachinpic.twitter.com/USLwieRU98
(@ICC) April 24, 2021
Here's wishing the legendary @sachin_rt a very happy birthday.
Let's relive that special knock with which he became the first batsman to score an ODI double ton
(@BCCI) April 24, 2021
Happy birthday to a great player and super team mate ..wishing u a healthy life ahead @sachin_rt
(@SGanguly99) April 24, 2021
One of the greatest to have ever played the game and an inspiration to many. Happy Birthday @sachin_rt paaji.
(@imVkohli) April 24, 2021
#HappyBirthdaySachinTendulkar Paaji.
May you remain healthy and happy.On your birthday it’s my wish and prayer that just like you took our cricket team out of trouble many times, we as a nation are quickly able to come out of the challenging situation we are going through. pic.twitter.com/MV24yKtZEY
(@virendersehwag) April 24, 2021
Warm birthday wishes @sachin_rt May God shower you with blessings today and always. Have a happy, healthy and a exceptional year Sach. pic.twitter.com/LazX3Pkeiz
(@VVSLaxman281) April 24, 2021
সচিনের দীর্ঘদিনের বন্ধু ও এক সঙ্গে বহু যুদ্ধে লড়াই করা সৈনিক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)৷ ভারতের প্রাক্তন অধিনায়ক ও বোর্ড প্রেসিডেন্ট সচিনের সুস্থ জীবনের কামনা করেই লিখলেন, "গ্রেট প্লেয়ার ও সুপার টিম মেটকে জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা৷" সচিনের বিশ্বকাপ জয়ী প্রাক্তন সতীর্থ ও ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলিও (Virat Kohli) ভোলেননি সচিনকে শুভেচ্ছা জানাতে৷ কোহলি লিখলেন, "সর্বকালের অন্যতম সেরাদের একজন৷ অনেকের অনুপ্রেরণার৷ শুভ জন্মদিন সচিন পাজি৷" বীরেন্দ্র শেহওয়াগ বরাবরই অন্যরকম শুভেচ্ছা জানান৷ এবার বীরু লিখলেন, তিনি চাইছেন সচিন যেভাবে দেশের হয়ে বহু কঠিন ম্যাচ বার করে দিয়েছেন, সেরকমই এই মুহূর্তে করোনার থেকেও দেশ যেন বেরিয়ে আসতে পারে৷
আরও পড়ুন: Covid-19 যুদ্ধে জয়ী Sachin Tendulkar দান করবেন প্লাজমা, জন্মদিনে বললেন 'ক্রিকেট ঈশ্বর'
শনিবার ফ্যানেদের ধন্যবাদ জানাতে একটি ভিডিয়ো পোস্ট করেন সচিন৷ আর সেখানেই দেন বিশেষ বার্তা৷ দেশে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই মুমুর্ষুদের জন্য দেশবাসীকে ব্যাট ধরার আহ্বান জানিয়েছেন মাস্টার ব্লাস্টার৷ সচিন নিজেই কিছু দিন আগে করোনাকে হারিয়ে বাড়ি ফিরেছেন৷ বলছেন সময় আসলে তিনি প্লাজমা দান করবেন এবং অন্যদের প্লাজমা দান করার আবেদন করলেন তিনি৷