নিজস্ব প্রতিবেদন: রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে উঠলেও বাংলাকে নিয়ে চিন্তা কিছুতেই যাচ্ছে না সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলির। চিন্তায় অধিনায়ক মনোজ তেওয়ারিও। বিশেষ করে ইডেনে দুর্বল গোয়ার বিরুদ্ধেও সরাসরি জয় না পাওয়ায় বেশ বিরক্ত সৌরভ। তার উপর কোয়ার্টার ফাইনালে বাংলার সামনে শক্তিশালী গুজরাট। তাই মনোজ তেওয়ারির প্রস্তাব পেয়ে সামি ও ঋদ্ধিমানকে খেলানোর উদ্যোগ নিলেন সৌরভ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বিসিসিআইকে ৫২ কোটির জরিমানা!


রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল শুরু হচ্ছে ৭ ডিসেম্বর থেকে। আর ভারত-শ্রীলঙ্কা শেষ টেস্ট শেষ হচ্ছে ৬ ডিসেম্বর। বিসিসিআই-এর অনুমতি পেলেই জয়পুরে ঋদ্ধি-সামিকে পাঠিয়ে দেবে সিএবি।


আরও পড়ুন- 'ক্রিকেটেশ্বর'কে বিরল সম্মান বিসিসিআইয়ের, ভারতীয় ক্রিকেটে সচিনের ১০ নম্বর জার্সির অবসর!


সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন যেহেতু ঋদ্ধিমান ও সামি ভারতের একদিনের দলে নেই তাই তাদের পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।