নিজস্ব প্রতিবেদন : ভারতীয় দলের পরবর্তী কোচ কে হবেন? রবি শাস্ত্রীর উত্তরসূরী হিসাবে কাকে বেছে নেবে বিসিসিআই? ভারতীয় ক্রিকেটমহল এখন এই প্রশ্ন নিয়ে উত্তাল। একের পর এক হেভিওয়েট নাম জমা পড়েছে বোর্ডের দফতরে। এবার ভারতীয় দলের এই কোচ বাছাই পর্বের বৃত্তে ঢুকে পড়লেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শহরের এক অনুষ্ঠানে অতিথি হিসাবে এসেছিলেন মহারাজ। সেখানে তাঁর কাছে প্রশ্ন করা হয়, ভারতীয় দলের পরবর্তী কোচ হিসাবে তিনি কাকে দেখতে চান! মহারাজ জবাব দেন, ''কোনও হেভিওয়েট প্রার্থী তো তেমনভাবে চোখে পড়ছে না। জয়বর্ধনে আবেদন করেছে বলে শুনেছিলাম। এখন জানলাম, ও নাকি আবেদন করেনি।'' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  ড্রাইভার নেই, সচিন তেন্ডুলকরের গাড়ি চালাচ্ছে অদৃশ্য 'মিস্টার ইন্ডিয়া'!



টম মুডি, মাইক হেসন, রবিন সিং, লালচাঁদ রাজপুত, গ্যারি কার্স্টেনের মতো তারকারা ভারতীয় দলের কোচ হওয়ার জন্য আবেদন করেছেন। তবে ক্রিকেট সার্কটের অনেকেই মনে করছেন, রবি শাস্ত্রীই এগিয়ে। আরও একবার তাঁকেই সুযোগ দেওয়া হতে পারে। আবার ভারতীয় ক্রিকেট সমর্থকদের সিংহভাগ বহুদিন ধরেই সৌরভকে কোচ হিসাবে দেখতে চাইছেন। এদিন সৌরভের কাছে প্রশ্ন উড়ে এল, আপনাকে কি কখনও ভারতীয় দলের কোচ হিসাবে দেখা যেতে পারে? সৌরভ উত্তর দিলেন, ''এখন অন্য অনেক কাজ নিয়ে আমি ব্যস্ত। তাই আবেদন করিনি। ভারতীয় দলের কোচ হওয়ার জন্য আমি আগ্রহী। তবে সেটা এখনই সম্ভব নয়। সিএবি, আইএসএল, টিভি শোয়ের একাধিক কাজ রয়েছে। সেগুলো মিটলে ভবিষ্যতে কখনও আবেদন করতেই পারি।''