জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: নিজের কাজে ব্যস্ত থাকলেও ভারতীয় দলের (Team India) সঙ্গে বাংলা দল (Bengal Cricket Team) কেমন পারফর্ম করছে, সব সময় খবর রাখেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সম্প্রতি বাংলার কোচ নির্বাচনেও মতামত দিয়েছেন বিসিসিআই সভাপতি (BCCI President)। সেরা প্রস্তুতি নিয়ে যাতে ঘরোয়া ক্রিকেটে নামতে পারে বাংলা দল সে দিকে নজর দিয়েছেন মহারাজ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে লক্ষ্মী রতন শুক্লা (Laxmi Ratan Shukla)-সৌরভ অনেক ম্যাচেই খেলেছেন। কাঁধে কাঁধ মিলিয়ে দু’জনে রাজ্য দলকে অনেক ম্যাচে জিতিয়েছেন। বত্রিশ বছর ধরে রঞ্জি ট্রফি অধরা বাংলার। সেই খরা মেটাতে সৌরভ-লক্ষ্মী জুটি আবার এক হচ্ছেন। ‘দাদা’ কথা দিয়েছেন, বাংলার রঞ্জি ট্রফি প্রস্তুতিতে আসবেন। ক্রিকেটারদের ‘ভোকাল টনিক’ তো দেবেনই, নিজে ট্রেনিংও করবেন বলে জানিয়েছেন।


আরও পড়ুন: East Bengal, Durand Cup 2022: কতজন বিদেশি নিয়ে প্রথম ম্যাচে নামছেন লাল-হলুদের কনস্ট্যান্টাইন? জেনে নিন


আরও পড়ুন: Mohammedan Sporting, Durand Cup 2022 : 'দুইয়ে দুই', এ বার জামশেদপুরকে উড়িয়ে দিল সাদা-কালো বাহিনী


সৌরভ নিজে লেজ়েন্ডস ক্রিকেট লিগের (Legend Cricket League) প্রীতি ম্যাচে খেলতে নামছেন ১৬ সেপ্টেম্বর। ইডেনের সেই ম্যাচে মহারাজা দলের নেতৃত্ব দেবেন প্রাক্তন অধিনায়ক। ফের টস করতে দেখা যাবে তাঁকে ইডেনে। তাঁর অধীনে থেলবেন বীরেন্দ্র শেহওয়াগ, হরভজন সিং, জাহির খান, ইরফান পাঠানের মতো প্রাক্তন সতীর্থরা। প্রতিপক্ষ বিশ্ব একাদশ দলে থাকছেন ডেল স্টেন, শেন ওয়াটসন, মুথাইয়া মুরলীধরনের মতো তারকারা। সেই দলের অধিনায়ক অইন মর্গ্যান। সেই ম্যাচের জন্য নিজেও প্রস্তুতি নেবেন সৌরভ। সম্ভবত বাংলা দলের সঙ্গে ট্রেনিং করেই নিজেকে তৈরি করতে চান তিনি। নেটে ব্যাটিং-বোলিং অনুশীলনও হয়তো করতে দেখা যাবে তাঁকে।


বৃষ্টি থামার পরেই মাঠে অনুশীলন ‌শুরু করবে বাংলা দল। তখনই হয়তো লক্ষ্মী, মনোজদের সঙ্গে আবার ক্রিকেট প্রস্তুতিতে দেখা যাবে সৌরভকে। রঞ্জি ট্রফির জন্য শুভেচ্ছা জানিয়ে নতুন কোচ লক্ষ্মীকে সৌরভ বলেন, মানসিক ভাবে শক্তিশালী করে তুলতে হবে দলকে।


লক্ষী ও আগে থেকেই বাংলার ক্রিকেটারদের নিয়ে মিলিটারি ট্রেনিং শুরু করেছেন। পোশাকি নাম বুট ক্যাম্প। শাহাবাজ, আকাশ, ঋত্বিক, ঈশান, অভিমুন্যদের ফিটনেস নিয়ে আলাদা নজর দেওয়া হয়েছে এ বার। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)