নিজস্ব প্রতিবেদন: ভারতীয় ক্রিকেটে সৌরভের ইমেল বোমা। বোর্ডের কার্যকরী সভাপতি সি কে খান্না,কার্যকরী সচিব অমিতাভ চৌধুরী আর কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরীকে ভারতীয় ক্রিকেট প্রশাসণের ভঙ্গুর অবস্থা তুলে ধরে ইমেল পাঠিয়েছেন সিএবি সভাপতি। যাতে কাঠগড়ায় তুলেছেন সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসনিক কমিটিকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ০.০৮ সেকেন্ডে স্টাম্প করে তাক লাগিয়ে দিলেন ধোনি


প্রাক্তন ভারত অধিনায়কের ইমেল ঘিরে তোলপাড় ভারতীয় ক্রিকেট মহল। বোর্ডের সিইও রাহুল জোহরির বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে গেছে বোর্ডের প্রশাসনিক কমিটি। নিজের ইমেলে সৌরভ লিখেছেন তাঁর জানা নেই অভিযোগ কতটা সত্য। তবে সিইও-র বিরুদ্ধে ওঠা অভিযোগে বোর্ডের ভাবমূর্তিই নষ্ট হয়েছে। গোটা ঘটনাকে মোটেই ভালভাবে সামলানো হয়নি। চার জনের প্রশাসনিক কমিটি দুজনে এসে ঠেকেছে। সেই দুজনের মধ্যেও দ্বন্দ্ব।


আরও পড়ুন- বিশ্বকাপে বউয়ের সঙ্গে কলাও চাইলেন বিরাটরা!


এখানেই শেষ নয়। মরসুমের মাঝপথে সেভাবে ঘরোয়া ক্রিকেটের নিয়ম পরিবর্তন হচ্ছে,তা নিয়েও প্রশ্ন তুলেছেন সৌরভ। কোচ নিযোগের ক্ষেত্রে নিজের তিক্ত অভিজ্ঞতা নিয়েও ইমেলেকে খোঁচা দিতে ছাড়েননি প্রাক্তন ভারত অধিনায়ক। সব মিলিয়ে বর্তমানে ভারতীয় ক্রিকেট যেভাবে চলছে,তা নিয়েই বড়সড় প্রশ্ন তুলে দিলেন মহারাজ। সৌরভের দেওয়া বাউন্সার দুঁদে প্রশাসক বিনোদ রাই কিভাবে সামলান,সেদিকেই তাকিয়ে ভারতীয় ক্রিকেট মহল।