নিজস্ব প্রতিবেদন :  বর্ষবরণের 'ভ্রমণ' সেরে ৪ দিন পর ঘরের ছেলে 'সচিন' ঘরে ফিরেছে। শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের এনক্লোজার থেকে চম্পট দিয়েছিল চিতাবাঘ 'সচিন'। শুক্রবার কর্তৃপক্ষ জানায় যে, নিজের এনক্লোজারেই ফিরে এসেছে সচিন। এই খবর কাগজে পড়েই ভারতীয় ক্রিকেটের মহাতারকা সচিন তেন্ডুলকরকে মজার টুইট করেছেন তাঁরই সতীর্থ সৌরভ গঙ্গোপাধ্যায়।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

খবর কাগজের কাট আউটটি পোস্ট করে টুইটে সৌরভ লিখেছেন, " অন্যতম সেরা গল্প, তেন্ডুলকর তুমি পড় .." । সঙ্গে সচিনকেও ট্যাগ করেছেন তিনি। আর সচিনকে নিয়ে সৌরভের এমন মজার টুইট সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।


আরও পড়ুন -  বর্ষবরণের 'ভ্রমণ' সেরে ৪ দিন পর ঘরের ছেলে 'সচিন' ফিরল ঘরে


প্রসঙ্গত, গত জানুয়ারিতে খয়েরবাড়ি ব্যাঘ্র প্রকল্প থেকে বেঙ্গল সাফারি পার্কে 'সচিন' ও 'সৌরভ' নামে দুটি চিতাবাঘকে আনা হয় শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে। তাদের ঘিরে পর্যটকদের মধ্যে উন্মাদনাও তুঙ্গে। আসলে ভারতীয় ক্রিকেটের সচিন-সৌরভ জুটির সঙ্গে তাল মিলিয়ে এই নাম রাখা হয়েছে চিতা দুটির।