নিজস্ব প্রতিবেদন: মার্কিন পুলিসের হাতে নির্মমভাবে জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা বিশ্ব। বর্ণবৈষম্যের বিভাজন মারাত্মকভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে। প্রতিবাদে গর্জে উঠেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। প্রতিবাদে সামিল প্রোটিয়া ক্রিকেটাররাও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


এবার বর্ণবৈষম্য নিয়ে কড়া বার্তা দিলেন দক্ষিণ আফ্রিকার  অধিনায়ক ফাফ দু প্লেসি। ইনস্টাগ্রামে বর্ণবাদের প্রতিবাদ জানিয়ে একটা খোলা চিঠি লিখেছেন তিনি। যার সারমর্ম এই রকম যে, আমি বলছি, কোনও জীবনেরই গুরুত্ব নেই যতক্ষণ না কৃষ্ণাঙ্গদের জীবনকে গুরুত্ব দেবে।


 



সাদা-কালোর বিভেদ দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে নতুন নয়! বর্ণবৈষম্যের সেই ছবি ফিরে এয়েছে  দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে। গত সপ্তাহেই  'ব্ল্যাক লাইভস ম্যাটার'- নিয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে স্পষ্ট অবস্থান নেওয়ার কথা  জানিয়েছিলেন প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিডি। যা নিয়ে তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়। 'ব্ল্যাক লাইভস ম্যাটার'-আন্দোলনের স্বপক্ষে সরব হওয়ায় দেশীয় কিছু ক্রিকেটারের সমালোচনার মুখে পড়তে হয় লুঙ্গিকে। তবে লুঙ্গি-র পাশে দাঁড়ান জেপি দুমিনি, হার্শেল গিবস, মাখায়া এনতিনি, পল অ্যাডামস, ভার্নন ফিলান্ডারের মতো তারকা ক্রিকেটাররা। এরপরেই ৩০ জন প্রাক্তন কৃষ্ণাঙ্গ ক্রিকেটার কড়া বিবৃতি দিয়ে চিঠি দেয় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে। জানিয়ে দেয় সাদা-কালোর বিভেদ এখনও রয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে।


 


আরও পড়ুন - এক যুগ আগে ক্রিকেট ছেড়েছেন, এখনও টিম ইন্ডিয়ার হয়ে টেস্ট খেলার কথা বললেন সৌরভ!