এক যুগ আগে ক্রিকেট ছেড়েছেন, এখনও টিম ইন্ডিয়ার হয়ে টেস্ট খেলার কথা বললেন সৌরভ!
ছ মাস লাগবে না আমার, তিন মাস দিলেই আমি রান করব।
নিজস্ব প্রতিবেদন: ৮ জুলাই ৪৮-এ পা দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন সৌরভ। শেষবার আইপিএল খেলেছেন ২০১২ সালে। ফের টিম ইন্ডিয়ার হয়ে টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। তাঁর বক্তব্য, তিন মাস সময় দিলেই টিম ইন্ডিয়ার হয়ে টেস্টে রান করবেন তিনি।
এক সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলী বলেন, " আমাকে যদি আরও দুটো ওয়ান ডে সিরিজ খেলতে দেওয়া হতো আমি আরও বেশি রান করতাম। আর নাগপুরে যদি অবসর না নিতাম তাহলে পরের দুটো টেস্ট সিরিজেও রান করতাম। এমনকি এখনও যদি আমাকে তিন মাস অনুশীলন করতে দেওয়া হয়, আর তিনটে রঞ্জি ম্যাচ খেলতে দেওয়া হয়, আমি ভারতের হয়ে টেস্টে রান করতে পারব। ছ মাস লাগবে না আমার, তিন মাস দিলেই আমি রান করব।"
সঙ্গে সৌরভ যোগ করেন, "আমাকে হয়তো খেলার সুযোগ দেওয়া সম্ভব নয়! কিন্তু আমার ভেতরের বিশ্বাস ভাঙবেন কি করে?" ভারতের ১১৩ টি টেস্টে ৭২১২ রান করেছেন সৌরভ। রয়েছে ১৬ টি টেস্ট সেঞ্চুরি। আর ৩১১ টি একদিনের ম্যাচে ১১ হাজার ৩৬৩ রান করেছেন সৌরভ। ঝুলিতে ২২টি ওডিআই সেঞ্চুরি।
আরও পড়ুন - "চ্যাম্পিয়ন্স লিগ জিতে এতো আনন্দ পাইনি"- লা লিগা জিতে বললেন জিদান