নিজস্ব প্রতিবেদন: জুন মাসে ভারত সফরে আসছে দক্ষিণ আফ্রিকা (South Africa Tour Of India)। দুই দেশের মধ্য়ে পাঁচ ম্যাচের টি-২০ (T20I) সিরিজ খেলা হবে। শনিবার আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ও সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ম্যাচ চলাকালীনই সূচি ঘোষণা করে দিল বিসিসিআই (BCCI)। টি-২০ সিরিজের শুভারম্ভ হচ্ছে ৯ জুন দিল্লিকে। শেষ ১৯ জুন বেঙ্গালুরুতে। খেলা হবে পাঁচ শহরে। তবে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি যে, মাঠে দর্শক থাকবে কি থাকবে না! দেশে করোনা পরিস্থিতি দেখেই সেই সিদ্ধান্ত নেওয়া হবে।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


দেখে নিন ভারত-দক্ষিণ আফ্রিকা সূচি:


প্রথম টি-২০:     ৯ জুন, (বৃহস্পতিবার) নয়াদিল্লি
দ্বিতীয় টি-২০:  ১২ জুন, (রবিবার), কটক
তৃতীয় টি-২০:   ১৪ জুন, (মঙ্গলবার), ভাইজ্যাক
চতুর্থ টি-২০:     ১৭ জুন, (শুক্রবার), রাজকোট
পঞ্চম টি-২০:    ১৯ জুন, (রবিবার), বেঙ্গালুরু 


আরও পড়ুন: IPL 2022, RCB vs SRH: ৬৮ রানে শেষ আরসিবি! ফিরল ঠিক ৫ বছর আগের ৪৯ অলআউটের স্মৃতি


আরও পড়ুন: Virat Kohli: পরপর 'গোল্ডেন ডাক' কোহলি! ক্ষোভে ফুঁসছেন ফ্যানরা! উঠল অবসরের দাবি


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)