ওয়েব ডেস্ক: চলতি বছরের সবে আগস্ট মাস চলছে। বছর শেষ হতে এখনও বাকি প্রায় সাড়ে চার মাস। আর আগামী এই সাড়ে চার মাসে ভারত খেলবে অনেকগুলো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। শ্রীলঙ্কাও আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে সিরিজ খেলতে আসবে ভারতে। তাই অনেকের মনেই সন্দেহ উঁকি মারতে শুরু করেছিল যে, তাহলে কী ভারত, দক্ষিণ আফ্রিকা সফরে যাবে না?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন রোনাল্ডো দেখলেন লাল কার্ড, মেসি পেলেন গোল কিন্তু জিতল রিয়েল মাদ্রিদ


সেই সন্দেহ দূর করে দিলেন বিসিসিআইয়ের সিইও রাহুল জোহরি। রাহুল জোহরি জানিয়ে দিয়েছেন যে, ২০১৮-এর শুরুতেই ডেল স্টেনদের দেশে যাবে ভারত। তিনি বলেছেন, 'দক্ষিণ আফ্রিকা সফরে ভারত অবশ্যই যাবে।ঠিক কতগুলো ম্যাচ খেলা হবে, সেই সবকিছু এখনও ঠিক হয়নি। তবে, পূর্ণাঙ্গ সফরেই নেলসন ম্যান্ডেলার দেশে যাবে বিরাট কোহলির দল। আগামী বছরের শুরুতেই হবে এই সফর।'


আরও পড়ুন  নিজের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ধোনিরও নাম নিলেন হার্দিক পাণ্ডিয়া