ওয়েব ডেস্ক: স্প্যানিশ সুপার কাপের প্রথম পর্বে নেইমারহীন বার্সেলোনাকে ৩-১ ব্যবধানে হারিয়ে দিল রিয়েল মাদ্রিদ।ঘটনাবহুল এল ক্লাসিকো আর কাকে বলে! রোনাল্ডো দেখলেন লাল কার্ড। ম্যাচে গোল হল মোট চারটে। এল ক্লাসিকোর সব মশলাই যেন মজুত ছিল স্পেনে মরশুমের প্রথম ডার্বিতে।
আরও পড়ুন শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের দল থেকে বাদ পড়লেন যুবরাজ সিং
ন্যু ক্যাম্পে রবিবার রাতে ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারেনি কোনও দলই। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল খেয়ে যায় বার্সা। ম্যাচের ৫০ মিনিটে নিজ গোল করে ফেলেন বার্সার ডিফেন্ডার পিকে। ৭৭ মিনিটেই অবশ্য বার্সার হয়ে গোল শোধ করেন লিওনেল মেসি। কিন্তু মেসি গোল করলে রোনাল্ডোই বা চুপ করে বসে থাকেন কীভাবে! তাই তিন মিনিটের মধ্যেই রিয়েলের পক্ষে ২-১ করে ফেলেন রোনাল্ডো। ম্যাচের ৯০ মিনিটে ফের গোল করে রিয়েল মাদ্রিদকে ৩-১ গোলের ব্যবধানে ম্যাচ জিতিয়ে দেন মার্কো অ্যাসেনসিও। যদিও এই ম্যাচে পরপর দুটো হলুদ কার্ড দেখে রোনাল্ডো শুধু লাল কার্ডই দেখলেন না। স্প্যানিশ ফুটবলের জোর খবর যে, রেফারিকে ধাক্কা মারার অপরাধে বেশ কিছু ম্যাচের জন্য নির্বাসিত হতে পারেন এই পর্তুগিজ তারকা। সেক্ষেত্রে মরশুমের শুরুতেই সমস্যায় পড়ে যাবে রিয়েল মাদ্রিদ।
আরও পড়ুন হার্দিক পাণ্ডিয়ার দুর্দান্ত রেকর্ড, পিছনে ফেললেন কপিল দেবকেও!
রোনাল্ডো দেখলেন লাল কার্ড, মেসি পেলেন গোল কিন্তু জিতল রিয়েল মাদ্রিদ