নিজস্ব প্রতিবেদন: জোহানেসবার্গের ওয়ান্ডারার্স টেস্টে ভাগ্য় এখন দোদুল্যমান। বৃহস্পতিবার চতুর্থ দিনে প্রথম সেশনের খেলা বৃষ্টির জন্য় ধুয়ে গিয়েছে। এখনও পিচে কভার রয়েছে। আকাশের মুখ ভার। খেলা হবে কি হবে না, তা এখনই বলা যাচ্ছে না। আর এদিনই দেশের প্রথম বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন কপিল দেবের জন্মদিন (Happy birthday, Kapil Dev)। ৬৩ বছরে পা দিলেন কিংবদন্তি ক্রিকেটার। কপিলের জন্মদিনে তাঁর বন্ধু ও আরেক কিংবদন্তি সুনীল গাভাসকর (Sunil Gavaskar) টিম ইন্ডিয়ার কাছে একটাই আবদার রাখলেন। 'লিটল মাস্টার' চাইছেন ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টেস্ট জিতুক। কপিলের জন্মদিনে এটাই হবে সেরা উপহার।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গাভাসকর এক সাক্ষাৎকারে বলেন, "আমার মতে কপিল ভারতের সর্বকালের সেরা ক্রিকেটার। আবহাওয়া সঙ্গ দিলে ভারত দ্বিতীয় টেস্ট জিতুক। আমার মনে হয় কপিলের জন্মদিনে এটাই হবে সেরা উপহার। এই দলে অনেকেই কপিলের অনুগামী আছে। ভারত কখনও দক্ষিণ আফ্রিকায় সিরিজ জেতেনি। ঘটনাচক্রে ভারত কয়েকটি মাত্র টেস্ট জিতেছে এখানে। ২০১৮ সালে ভারত শেষবার দক্ষিণ আফ্রিকায় খেলতে এসে ওয়ানডে সিরিজ জিতেছিল ঠিকই, কিন্তু টেস্ট সিরিজ ২-১ খোয়াতে হয়। এবার টেস্ট সিরিজ জিতলে অনেক বড় ব্যাপার হবে।" 


আরও পড়ুন: SAvsIND: Shami, Bumrah, Shardul-র আগুনে পেস সামলে খেলা জমিয়ে দিলেন Dean Elgar


যদি বোলারদের দাপটে জিতে যায় তাহলে দক্ষিণ আফ্রিকার (South Africa) মাটিতে প্রথম বার টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়বে। আর প্রোটিয়াস অধিনায়ক ডিন এলগারের (Dean Elgar) ব্যাটের উপর ভরসা করে যদি দক্ষিণ আফ্রিকা জিতে যায় তাহলে সমতা ফেরাবে তাঁর দল। কারণ এলগারের দল সমতা ফেরানোর জন্য মাত্র ১২২ রান দূরে রয়েছে। সেখানে ভারতীয় দলের দরকার ৮ উইকেট। 


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App