স্পেনের বিশ্বকাপ দলে জায়গা হল না মোরাতা, ফাব্রেগাসের
স্পেনের হয়ে বিশ্বকাপ বাছাইয়ে ৫টি ম্যাচে ৪টি গোল করেও লোপেতেগির নজর কাড়তে পারেননি ভিতোলো। গত দুই বছর ধরেই জাতীয় দলের বাইরে মিডফিল্ডার ফাব্রেগাস। পিঠের চোট নিয়ে মরশুমের অনেকটা সময় মাঠের বাইরে থাকা চেলসির স্ট্রাইকার আলভারো মোরাতারও স্পেনের চূড়ান্ত দলে জায়গা হল না।
নিজস্ব প্রতিবেদন : স্পেনের বিশ্বকাপ দলে জায়গা হল না চেলসির তিন ফুটবলার আলভোরো মোরাতা, সেস ফাব্রেগাস, মার্কোস আলোনসোর। হুলেন লোপেতেগির ২৩ জনের দলে জায়গা হয়নি হেক্টর বেলেরিন, সের্জি রবের্তো, ভিতোলোরও। রাশিয়া বিশ্বকাপের জন্য স্পেন কোচ যে দল বেছে নিয়েছেন তাতে রিয়াল মাদ্রিদের ৬জন ফুটবলার জায়গা করে নিয়েছেন।
আরও পড়ুন- আর্জেন্টিনার বিশ্বকাপ দলে দিবালা, বাদ ইকার্দি
স্পেনের হয়ে বিশ্বকাপ বাছাইয়ে ৫টি ম্যাচে ৪টি গোল করেও লোপেতেগির নজর কাড়তে পারেননি ভিতোলো। গত দুই বছর ধরেই জাতীয় দলের বাইরে মিডফিল্ডার ফাব্রেগাস। পিঠের চোট নিয়ে মরশুমের অনেকটা সময় মাঠের বাইরে থাকা চেলসির স্ট্রাইকার আলভারো মোরাতারও স্পেনের চূড়ান্ত দলে জায়গা হল না। স্পেনের আক্রমণভাগে থাকছেন অ্যাটলেটিকো মাদ্রিদের দিয়েগো কস্তা, ভ্যালেন্সিয়ার রদ্রিগো মোরেনো ও সেল্টা ভিগোর ইয়াগো আসপাস।
একনজরে দেখে নেব স্পেনের ২৩ সদস্যের বিশ্বকাপ দল
গোলরক্ষক: কেপা আরিসাবালাগা, দাভিদ ডি গিয়া, পেপে রেইনা
ডিফেন্ডার: জর্দি আলবা, নাচো মনরিল , আলভারো আরিওসোলা, নাচো ফের্নান্দেস, দানি কারভাহাল, জেরার্দ পিকে, সের্জিও র্যামোস, সিজার আসপিলিকুয়েতা
মিডফিল্ডার: সের্জিও বুসকেতস, ইসকো , থিয়াগো আলকান্তারা, দাভিদ সিলভা, আন্দ্রে ইনিয়েস্তা, সাউল নিগেস, কোকে
ফরোয়ার্ড: মার্কো আসেনসিও, ইয়াগো আসপাস, দিয়েগো কস্তা, রদ্রিগো মোরেনো, লুকাস ভাসকেস
১৫ জুন পর্তুগালের বিরুদ্ধে রাশিয়ায় স্প্যানিশদের বিশ্বকাপ অভিযান শুরু। গ্রুপ 'বি'-তে বাকি দুই দল ইরান ও মরক্কো।