জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি ইউরো কাপে এখনও পর্যন্ত অপরাজিত স্পেন । হারেনি একটিও ম্যাচ । রবিবার রাতে ইউরো কাপের ফাইনালে স্পেন খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। এক নজরে দেখে নেব দুই দলের রোড টু ফাইনাল। এখনও পর্যন্ত তিনবার ইউরো চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ইংল্যান্ডকে হারিয়ে চতুর্থবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে তাঁরা। বর্তমান ইউরো কাপে দুরন্ত ফর্মে রয়েছে স্প্যানিশ দল। কিন্তু কাপ উঠবে কার হাতে? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Anshuman Gaekwad: কপিলের আর্জিতে সাড়া! ক্যানসার আক্রান্ত অংশুমান গায়কোয়াড়কে ১ কোটি টাকা দিল BCCI...


দেখে নেওয়া যাক স্পেনের রোড টু ফাইনাল----


গ্রুপ পর্যায়ের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে তিন-শূন্য গোলে হারায় স্পেন ।
গ্রুপ পর্যায়ের দ্বিতীয় ম্যাচে ইতালিকে এক-শূন্য গোলে হারায় তারা ।
গ্রুপ পর্যায়ের তৃতীয় ম্যাচে আলবানিয়াকে এক-শূন্য গোলে হারায় স্প্যানিশ আর্মাডা ।
শেষ ষোলোর ম্যাচে জর্জিয়াকে চার-এক গোলে হারায় স্পেন । 
কোর্য়াটার ফাইনালে জার্মানিকে দুই-এক গোলে হারায় ইউরোপীয় জায়ান্টরা । 
সেমি ফাইনালে ফ্রান্সকে দুই-এক গোলে হারায় স্পেন । 


আরও পড়ুন- Wimbledon 2024 Champion Alcaraz: ইতিহাসের পুরনাবৃত্তি, উইম্বলডনে ফের আলকারাজের কাছে হেরে কেঁদেই ফেললেন জকোভিচ...



অন্যদিকে ফাইনালের অপর দল ইংল্যান্ড। এক ঝলকে দেখে নেওয়া যাক তাদের ইংল্যান্ডের রোড টু ফাইনাল---


গ্রুপ পর্যায়ের প্রথম ম্যাচে সার্বিয়াকে এক-শূন্য গোলে হারায় ইংল্যান্ড ।
গ্রুপ পর্যায়ের দ্বিতীয় ম্যাচে ডেনর্মাকের সঙ্গে এক-এক গোলে ড্র করে হ্যারি কেনের দল ।
গ্রুপ পর্যায়ের তৃতীয় ম্যাচে স্লোভেনিয়ার সঙ্গে গোলশূন্য  ড্র  ইংল্যান্ড।
শেষ ষোলোর ম্যাচে স্লোভাকিয়াকে দুই-এক গোলে হারায় থ্রি লায়ান্সরা। 
কোর্য়াটার ফাইনালে সুইজারল্যান্ডকে টাইব্রেকারে পাঁচ-তিন গোলে হারায় ইংল্যান্ড । 
সেমি ফাইনালে নেদারল্যান্ডসকে  দুই-এক গোলে হারায় সাউথগেটের ছেলেরা । 


রবিবার রাতে ইউরো কাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে স্পেন ও ইংল্যান্ড। স্পেনকে হারিয়ে প্রথমবার ইউরো চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি ইংল্যান্ডের।


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)