নিজস্ব প্রতিবেদন : স্প্যানিশ ডিফেন্ডারের পর এবার মোহনবাগানে স্প্যানিশ স্ট্রাইকার। স্প্যানিশ কোচ কিবু ভিকুনার হাত ধরেই বাগানে এলেন সালভাদর পেরেজ মার্টিনেজ। বার্সেলোনা বি দলে খেলা স্ট্রাইকার এবার মোহনবাগানে! স্প্যানিশ স্ট্রাইকার সালভাদর পেরেজ মার্টিনেজকে সই করাল সবুজ-মেরুন। ২৯ বছর বয়সী পেরেজ সালভা চামোরো নামেই বেশি পরিচিত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



কোচ কিবু ভিকুনার পরামর্শ মতো ২৬ বছর বসয়ী ডিফেন্ডার ফ্রান্সিসকো মোরান্তে মার্টিনেজকে আগেই সই করায় সবুজ-মেরুন। এবার দ্বিতীয় বিদেশি হিসেবে পেরেজ সালভা চামোরোকে সই করাল মোহনবাগান।



স্পেনের বিখ্যাত ক্লাব ভিয়া রিয়ালের ইউথ সিস্টেম থেকে উঠে আসা পেরেজ খেলেছেন বার্সেলোনার বি দলে। হংকংয়েও খেলার অভিজ্ঞতা রয়েছে দীর্ঘদেহী এই স্ট্রাইকারের। গত মরশুমে গ্রিসের ক্লাবে খেলেন চামোরো। কোচ ভিকুনার পরামর্শতেই পেরেজকে দলে নিলেন সবুজ-মেরুন কর্তারা।দুই পায়েই জোরালো শটের জন্য বেশ নাম রয়েছে। হেডিংয়েও দারুণ দক্ষ এই স্প্যানিশ স্ট্রাইকার। তাই মনে করা হচ্ছে কলকাতা ময়দানে দাঁড়িয়ে গেলে বিপক্ষের ঘুম কাড়ার ক্ষমতা রাখেন পেরেজ।    


আরও পড়ুন - Copa America 2019: VAR-এ বাতিল ৩ গোল! ভেনেজুয়েলার কাছে আটকে গেল ব্রাজিল