ওয়েব ডেস্ক: বিশ্ব রেকর্ডের স্বীকৃতি পেলেন ঝুলন গোস্বামী। বাংলার এই মহিলা ক্রিকেটারের নামে নতুন বল আসছে বাজারে। স্পেশাল বলের নাম বেঙ্গল টাইগ্রেস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বরাবরই ক্রিকেটারদের যোগ্য সম্মান দিয়েছেন বি দাশগুপ্তের কর্ণধার সোমনাথ দাশগুপ্ত। এবার মহিলা ক্রিকেটে বিশ্বরেকর্ডধারী ঝুলন গোস্বামীকে সম্মান জানিয়ে বিশেষ বল আনছে এই ক্রিকেট সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা। স্পেশাল বলের নাম বেঙ্গল টাইগ্রেস। ঝুলনের হাত দিয়ে উদ্বোধন হবে রবিবার। থাকবেন ঋদ্ধিমান সাহা ও উত্পল চ্যাটার্জিও।


এরই সঙ্গে প্রথমবার ভারতীয় দল যাতে বিশ্বকাপ জিততে পারে তার জন্য শুভেচ্ছা হিসেবে ঝুলনের হাতে সোমনাথবাবু তুলে দেবেন বিশেষ ব্যাট ও গ্লাভস। (আরও পড়ুন- একদিনের ক্রিকেটে গর্বের ইতিহাস তৈরি করল বাংলাদেশ)