ওয়েব ডেস্ক: দর্শকদের কাছে টানার দিকে আরও একধাপ এগোচ্ছে এবারের আইপিএল। আইপিএল দেখতে মাঠে উপস্থিত দর্শকরা এবার অনেকটা থার্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন। ব্যাপারটা খোলসা করে বলা যাক। ধরা যাক ইডেনে আপনি কেকেআর-এর কোন ম্যাচ দেখতে গিয়েছেন। স্টেডিয়ামে ম্যাচ দেখতে ঢোকার আগে আপনাকে দিয়ে দেওয়া হবে চার, ছয়, আউট, নট আউট লেখা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড। মাঠের আম্পয়াররা যখন কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না, তখন তারা নিয়ম মেনেই যাবেন থার্ড আম্পায়ারের কাছে। সেই সময় রিপ্লে দেখে তাদের প্ল্যাকর্ড উঁচু করে ধরবেন দর্শকরা।


মানে হয়তো ধোনি ঠিক সময় পৌঁছে যাওয়ার পর উইকেটকিপার স্ট্যাম্প ভাঙলেন। আপনি রিপ্লে দেখে জানালেন এটা নট আউট। থার্ড আম্পয়ারের রিপ্লে দেখে সিদ্ধান্ত নেওয়ার আগে দর্শকরা তাদের সিদ্ধান্ত জানাবেন। সেই সিদ্ধান্ত দেখানো হবে বড় স্ক্রিনে। তবে শেষে আসল সিদ্ধান্তটা থার্ড আম্পয়ারই নেবেন। এর ফলে দর্শকরা খেলা দেখতে আরও বেশি আগ্রহী হবেন বলে জানালেন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা। এবারের আইপিএলের উদ্বোধন ৮ এপ্রিল, মুম্বইয়ে। উদ্বোধনী অনুষ্ঠানে পারফম করবেন রণবীর সিং, ক্যাটরিনা কাইফ, হানি সিং।