নিজস্ব প্রতিবেদন: একটা উইকেটও পেল না কোনও পেসার। দুই টেস্টের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের ৪০টি উইকেট তুলে বিশ্ব নজির গড়ল বাংলাদেশি স্পিনাররা। আন্তর্জাতিক টেস্টের ১৪১ বছরের ইতিহাসে এই ঘটনা প্রথমবার ঘটল যেখানে একটি সিরিজে একটি উইকেটও পেল না কোনও ফাস্ট বোলার। সব উইকেটই গেল স্পিনারদের ঝুলিতে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরোয়া সিরিজে সর্বোচ্চ ১৫টি উইকেট পেলেন বাংলাদেশি স্পিনার মেহেদি হাসান মিরাজ। বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম পেয়েছেন ১০টি উইকেট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- কেন ১০০০ উইকেট শিকার হল না মার্ক বাউচারের?


এই দুই টেস্টে যথাক্রমে ৯টি ও ৬টি উইকেট পেয়েছেন বাংলাদেশি অধিনায়ক সাকিব আল হাসান এবং ১৮ বছরের তরুণ নাইম। উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে এক ইনিংস ও ১৮৪ রানে জয় পেয়েছে বাংলাদেশ। টেস্ট খেলার যোগ্যতা অর্জনের ১৮ বছর পর এই কীর্তি গড়ল ১১ বাঙালির দল।


আরও পড়ুন- এক ইনিংসে ১৭টা ছয়, যুবরাজকে ছুঁয়ে দ্বিশতরান করলেন অনূর্ধ্ব ১৯ তারকা



এই জয়কে স্মরণীয় বলেই আখ্যা দিয়েছেন বাংলাদেশি অধিনায়ক সাকিব। তাঁর কথায়, “আমরা কোনও দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে এই বিরাট জয় অর্জন করিনি। তালিকায় আমাদের  থেকে উচুতে থাকা দলের বিরুদ্ধে এই সাফল্য সত্যিই স্পেশাল”।