নিজস্ব প্রতিবেদন: আজ গোয়ায় সাগর পাড়ে কলকাতা ক্লাসিকো। বদলে যাওয়া বাঙালির চিরকালীন আবেগের ম্যাচ। এবার নতুন আদলে। নয়া মোড়কে। আজ ইন্ডিয়ান সুপার লিগে অভিষেক হতে চলেছে এসসি ইস্টবেঙ্গলের। আর অভিষেকেই হাইভোল্টেজ কলকাতা ডার্বি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ডার্বিতে নামার আগেই প্রকাশিত হল এসসি ইস্টবেঙ্গলের থিম সং। ব্যান্ডের তালে এই গান তৈরি করেছেন অরিজিৎ শেঠ। এসো এসো ... চলে এসো/ বন্ধু চলে এসো/ এখন নামব মাঠে/ মুখে গান গায়ে লাল হলুদ / লড়ে যাব বুকে বারুদ মশাল হাতে/ কালকে ছিলাম, কালকে থাকব/ আজকে আছি, নতুন রূপে, নতুন কালে ..
তিন মিনিটের থিম সং বৃহস্পতিবারই প্রকাশ্যে এসেছে।


 



কোয়ারেন্টিন-কোভিড টেস্ট-সোশ্যাল ডিসট্যান্স পেরিয়ে জৈব সুরক্ষা বলয়ে সুপার লিগের মহাযুদ্ধ- কলকাতা ডার্বি। মহারণে মুখোমুখি এসসি ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান। ভাস্কোর তিলক ময়দানে সন্ধে সাড়ে সাতটায় শুরু মহারণ।


 



আরও পড়ুন - ISL 2020-21: সুপার লিগের মঞ্চে মারাদোনা স্মরণে নীরবতা পালন