ব্যুরো: আরও সংকটে আই লিগ। এবার দেশের সেরা টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করার ভাবনাচিন্তা করছে স্পোর্টিং ক্লাব দ্য গোয়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১৭-১৮ মরসুম থেকে মিশে যেতে চলেছে আইএসএল আর আই লিগ। সেক্ষেত্রে আইএসএলই হতে চলেছে দেশের প্রধান টুর্নামেন্ট। স্পোর্টিং, সালগাঁওকর, মুম্বই এফ সি-র মত দলের লিগ ওয়ানে খেলার কথা। কিছুদিন আগে সব দলের কাছ থেকে তাদের মতামত জানতে চেয়েছিল সর্বভারতীয় ফুটবল। সেখানে ফেডারেশন সচিব কুশল দাসকে চিঠি নিয়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছে গোয়ার স্পোর্টিং। স্পোর্টিং কর্তারা মনে করেছেন নয়া লিগ চালু হলে আই লিগের ক্লাবগুলোর কোনও গুরুত্বই থাকবে না। তাই আই লিগে না খেলাই শ্রেয় বলে মনে করছেন তাঁরা।