নিজস্ব প্রতিবেদন: দেশে ফের মাথাচাড়া দিয়েছে করোনা (COVID-19) সংক্রমণ। প্রতিদিন আক্রান্তের সংখ্যা লক্ষাধিক ছাড়িয়ে যাচ্ছে। একাধিক রাজ্যে করোনার ঢেউ আছড়ে পড়েছে। পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। এই অবস্থায় স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (Sports Authority of India) দেশের ৬৭টি প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ করার সিদ্ধান্ত নিল সোমবার। যদিও দেশের এলিট অ্যাথলিটদের জাতীয় শিবিরে কড়া বায়ো বাবলের মধ্যে অনুশীলনের অনুমতি রয়েছে। যদিও এই নির্দেশ পাটিয়ালা ও বেঙ্গালুরুর ন্যাশনাল সেন্টারস অফ এক্সিলেন্সে (National Centres of Excellence, NCOE) প্রযোজ্য নয়। সেখানে এলিট অ্যাথলিরা প্রস্তুতি সারছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া বিবৃতিতে সাই-এর এক কর্তা জানিয়েছেন, "দেশে করোনা আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সিদ্ধান্ত নিল দেশের ৬৭টি প্রশিক্ষণ কেন্দ্রই বন্ধ রাখার। অ্যাথলিটদের নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক রাজ্যে স্পোর্টিং কার্যকলাপ বন্ধ রাখা হয়েছে। সে দিকটাও আমরা মাথায় রেখেছি। পরিস্থিতি খতিয়ে দেখেই আমরা প্রশিক্ষণ পুণরায় খোলার সিদ্ধান্ত নেব। চলতি বছর শেষের দিকে এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমস রয়েছে। ফলে এনসিওই-তে ট্রেনিং সূচিতে কোনও বদল আসছে না। কড়া বায়ো বাবলেই প্রশিক্ষণ চলবে।"


আরও পড়ুন: Novak Djokovic: আদালতে 'যুদ্ধ' জিতলেন জকোভিচ! খেলতে পারবেন অস্ট্রেলিয়ান ওপেন


গত সপ্তাহে সাই-এর ভোপাল সেন্টারে ২৪ জন ক্রীড়াব্যক্তিত্ব ও ১২ জন সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়াও বেঙ্গালুরুর সেন্টারেও ৩৫ জন জুনিয়র অ্যাথলিটের করোনা রিপোর্ট পজিটিভ আসে। আর তাতেই নড়েচড়ে বসে সাই। গত রবিবার দেশে নতুন করে মোট ১,৭৯,৭২৩ জন করোনা আক্রান্ত হয়েছেন।মৃত্যু সংখ্যা এখন ১৪৬। ফলে চিন্তার কারণ থেকেই যাচ্ছে। 


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App